
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ২০২৪ সালে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছেন। তাদের এই আত্মত্যাগের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে সৎ, নিরপেক্ষ ও নির্ভীকভাবে দায়িত্ব পালন করতে হবে।
আজ সোমবার রাজধানীর তথ্য ভবন অডিটোরিয়ামে গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা ১৫ বছরের একটি কালো অধ্যায় অতিক্রম করেছি, যেখানে মানুষের বাক স্বাধীনতা, চলাফেরার অধিকার এবং মত প্রকাশের সুযোগ অনেকাংশে সংকুচিত ছিল। সেই অবস্থা থেকে আমাদের সন্তানেরা নিজ রক্ত দিয়ে দেশের জন্য পরিবর্তন এনে দিয়েছে। এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।’
মাহবুবা ফারজানা আরও বলেন, ‘আমরা যেন এই আত্মত্যাগকে ভুলে না যাই। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপে সততা, দক্ষতা ও দায়িত্ববোধ থাকতে হবে। আমাদের সামনে রয়েছে একটি উন্নত বাংলাদেশ গড়ার বিশাল কর্মযজ্ঞ। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশকে একটি সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করতে হবে।’
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) মো. মাহবুবুল আলম, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আব্দুল জলিল, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউটের নির্বাহী প্রধান আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, ‘২০২৪ সালের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে জাতিকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা জাতির বিবেককে জাগিয়ে তুলেছে এবং একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্নকে দৃঢ় ভিত্তি দিয়েছে। বর্তমানে সমগ্র জাতি সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছে।’
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২৩:২১:২৪ ১১ বার পঠিত