প্রযুক্তিনির্ভর অন্যান্য দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে,আমাদের সেই ভাবে এগিয়ে যেতে হবে -ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রযুক্তিনির্ভর অন্যান্য দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে,আমাদের সেই ভাবে এগিয়ে যেতে হবে -ডিসি
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



প্রযুক্তিনির্ভর অন্যান্য দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে,আমাদের সেই ভাবে এগিয়ে যেতে হবে -ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রসাশক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের ভাবতে হবে আমরা এ রাষ্ট্র থেকে কি কি পাচ্ছি এবং আমরা এই রাষ্ট্র-সমাজকে কতটুকু দিতে পারছি। আমাদের সার্থকতাটা কোথায় সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি ছোটদেরকে আদর্শ নীতি দিয়ে গড়তে না পারি, একটি শান্তিপূর্ণ সুন্দর দেশ গড়তে না পারি, সাদা কে সাদা কালোতে কালো বলতে না পারি তাহলে আমাদের শিক্ষা শুধু চোখের প্রসার করবে অন্তরের চোখের প্রসারিত করবে না। আমাদের সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে যেখানে শুধু চোখের প্রসারতায় নয় মনের গভীরে যে চোখ আছে সেই চোখের প্রসারতাও ঘটাবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিতির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

বক্তব্যে তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর অন্যান্য দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সেই ভাবে এগিয়ে যেতে হলে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। আগামীতে বিশ্ব ব্যবস্থা যেভাবে চলবে, সেখানে যদি বাংলাদেশকে বসাতে চাই তাহলে যোগ্যতা অর্জন করতে হবে সেই জন্য আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে তোমার সময়ের মূল্য অনেক। সময়কে আমাদের হাতিয়ারের মত ব্যবহার করতে হবে। ছাত্র-ছাত্রীদের মনে রাখতে হবে এখন তাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। যারা জীবন দিয়ে নতুন একটি দেশ ব্যবস্থা করতে চেয়েছিল, তাদের লক্ষ্যে যোগ্যতা অর্জন করে সেই ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। যেখানে কোন একজন ব্যক্তি সিস্টেমকে চালাবে না, সিস্টেম তার নিজের মতই চলবে। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের সেই মেধা ও যোগ্যতা আছে। আমাদের দেশের সম্পদ হচ্ছে জনগণ এই সম্পদকে কাজে লাগাতে হবে। আমাদের দেশের সমস্যা থাকবেই এই সমস্যা সমাধানের লক্ষ্যই কাজ করে যেতে হবে। আমাদের দেশের সমস্যা অন্যকেউ এসে সমাধান করে দিয়ে যাবে না।

বাংলাদেশ সময়: ১৯:২৯:০৪   ৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
কাতার ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাল বাংলাদেশ
“নাগরিক অধিকার সুরক্ষায় চাই অভিন্ন পারিবারিক আইন”
ফ্যানে ঝুলছিলেন যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
দুর্গাপূজা ঘিরে সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
জনগণের ম্যান্ডেট না নিয়ে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ