বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালকের বৈঠক

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ও উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালক আব্দুল্লাহ আজিজভ এর মধ্যে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে দূতাবাসের প্রথম সচিব শুক্লা বনিকসহ ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ড. মনিরুল ইসলাম বাংলাদেশের ঔষধ শিল্পের বিকাশ এবং ওষুধের গুণগত মানের বর্ণনা দিয়ে বিশ্ববাজারে এর অবস্থান এবং ক্রমবর্ধমান প্রসারের কথা তুলে ধরেন। উজবেকিস্তানের বাজারে বাংলাদেশের প্রস্তুতকৃত ওষুধের প্রবেশাধিকারকে আরও সহজ ও ব্যাপক করার বিষয়ে তিনি উজবেকিস্তান ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি প্রধানের সহযোগিতা কামনা করেন। এ প্রেক্ষিতে তিনি ওষুধের রেজিস্ট্রেশনের সময় ও ব্যয় কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য তাকে অনুরোধ করেন। দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে ফার্মাসিটিক্যাল সেক্টরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে রাষ্ট্রদূত তার মতামত ব্যক্ত করেন ।

উজবেকিস্তান তার চাহিদার প্রায় ৮০ শতাংশ ওষুধ বিদেশ থেকে আমদানি করে উল্লেখ করে ফার্মাসিটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির প্রধান আজিজভ বাংলাদেশ থেকে ওষুধ আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি সরকারি ও বেসরকারি প্রতিনিধি সমন্বয়ে গঠিত একটি বাংলাদেশি ডেলিগেশন উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান। ফার্মাসিটিক্যাল খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা ও সুযোগ রয়েছে জানিয়ে তিনি এ খাতে উজবেকিস্তান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ, পদক্ষেপ ও প্রণোদনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এ খাতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সম্পূর্ণ করার বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব পোষণ করেন।

উভয় পক্ষই বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যকার বাণিজ্যিক, অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী, বিশেষ করে ওষুধ শিল্প সহযোগিতাকে বেগবান ও ফলপ্রসূ করার লক্ষ্যে উভয়ই আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৭   ২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা
জুলাইয়ের রক্তের ত্যাগ সার্থক করতে চাঁদাবাজ-খুনিদের উৎখাত করতে হবে: চরমোনাইর পীর
এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে : প্রধান উপদেষ্টা
গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে গণঅভ্যুত্থান সফল হবে না: এড. সাখাওয়াত
সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে : আমীর খসরু
জামালপুরে বিএনপির মিছিলে যানজট, ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ
ময়মনসিংহ রেঞ্জে দুই পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন, সরিষাবাড়ীর গৌরব
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সরিষাবাড়ীতে শ্রদ্ধাঞ্জলি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ