শুক্রবার, ১ আগস্ট ২০২৫

নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসে চাইলে জনগণ আপত্তি জানাতে পারবে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসে চাইলে জনগণ আপত্তি জানাতে পারবে: গিয়াসউদ্দিন
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসে চাইলে জনগণ আপত্তি জানাতে পারবে: গিয়াসউদ্দিন

নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এই পরিবর্তন যদি জনগণের কল্যাণ করে, তাহলে নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতেও তিনি প্রস্তুত। শুক্রবার (১ আগস্ট) ফতুল্লায় অনুষ্ঠিত এক চা চক্রে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “যখন নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের বিজ্ঞপ্তিটি পাই, তখন আলীরটেক থেকে একটা ফোন আসে যে সেখানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। জনগণের এই পরিবর্তনে যদি সুবিধা হয়, কল্যাণ হয়, তাহলে আমাদের মতো নেতাদের অসুবিধা হলেও তাতে কিছু যায় আসে না। আমরা এমপি হতে চাই, নেতা হতে চাই; কিন্তু জনগণ চায় সেবা। যদি এটা জনগণের কল্যাণ হয়, তাহলে আমরা এটাকে স্বাগতম জানাবো, নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করব।”

তিনি বলেন, যদি জনগণের জন্য অকল্যাণ হয়, তবে জনগণ এর বিরুদ্ধে আপত্তি জানাতে পারবে। এই পুনর্বিন্যাস মূলত জনসংখ্যা, ভৌগোলিক অবস্থা ও প্রশাসনিক ব্যবস্থার ওপর ভিত্তি করে করা হয়। নারায়ণগঞ্জের পাঁচটি আসনে জনসংখ্যা ও ভোটার সংখ্যা সব জায়গায় সমানভাবে বাড়ে না। এ কারণেই পরিবর্তনের প্রয়োজন পড়ে। স্বাধীনতার পর থেকে এসব এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আমাদের সময়ে।

এ সময় ফতুল্লার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:০৪   ৩৪ বার পঠিত