
অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো ছলনা করবেন না। যদি করেন কারাগারে যেতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আপনারা পালাতে পারবেন না।’
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর উত্তরার আজমপুরের আমির কমপ্লেক্স সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে’ বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
অনুষ্ঠানে ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যদি নন্দিত হয়ে যেতে চান, গণতন্ত্রের পথে আসেন। আর যদি নিন্দিত হয়ে যেতে চান, আপনারা দেশ ছেড়ে পালাতেও পারবেন না। আপনাদের এই দেশের কারাগারেই কিন্তু থাকতে হবে।
গণতন্ত্রের পথে আসেন। নির্বাচন নিয়ে কোনো ছলনা করবেন না। যদি করেন কারাগারে যেতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আপনারা পালাতে পারবেন না।
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তাকে বরণ করার জন্য আপনারা প্রস্ততি গ্রহণ করুন। বিএনপিকে কেউ ভাঙতে পারে নাই, পারবেও না।
গণঅভ্যুত্থানে শিক্ষার্থী শহীদ মীর মুগ্ধর কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘আজকে মুগ্ধর কথা মনে পড়ে, ১৮ জুলাই মীর মুগ্ধ এখানে মারা গিয়েছে।
পানি লাগবে, পানি লাগবে এই কথাটা আমাদের বারবার মনে হয়। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এখান থেকে শতাধিক লোককে গুম করা হয়েছিল। এই উত্তরাতেই দেশের মধ্যে সর্বপ্রথম ছাত্র-জনতা কারফিউ ভেঙে ছিল। সবাইকে সম্মান ও শ্রদ্ধা জানাই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫২ ১৯ বার পঠিত