জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে টাইগার যুবারা

প্রথম পাতা » খেলাধুলা » জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে টাইগার যুবারা
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে টাইগার যুবারা

ত্রিদেশীয় যুব সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট করার পর ১৫.১ ওভারেই জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগার যুবারা।

সিরিজের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে হারে প্রোটিয়াদের বিপক্ষে। চতুর্থ ম্যাচে আবারও জয়ের ছন্দে ফেরে লাল-সবুজ প্রতিনিধিরা। চার ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা, যেখানে প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। সব ম্যাচে হেরে আগেই বিদায় নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

জিম্বাবুয়েকে ধসিয়ে দিতে বড় অবদান বাংলাদেশের বোলারদের। ডানহাতি পেসার ইকবাল হোসেন ৬.৩ ওভারে ২৭ রানে নেন ৪ উইকেট। আর বাঁহাতি স্পিনার সানজিদ মজুমদার ২৬ রানে শিকার করেন ২ উইকেট। শেষ দিকে স্বাধীন ইসলাম ১ ওভার বল করেই তুলে নেন ২ উইকেট। প্রতিপক্ষের মাত্র চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন, ওপেনার নাথানিয়েল লাবাঙ্গানার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৬ রান।

টাইগার যুবাদের লক্ষ্য ছিল মাত্র ৯০ রান। ইনিংসের প্রথম ওভারেই রিফাত বেগকে হারায় বাংলাদেশ, তবে ধাক্কা সামলে ম্যাচ বের করে আনেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। কালাম করেন ২০ রান, কিন্তু আজিজুল ৪৯ বলে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। রিজান ২ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ২১ রানে।

আগামী ১০ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। তার আগে ৬ আগস্ট প্রোটিয়াদের বিপক্ষে এবং ৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৮   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম
শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ
মেসির চোটে পড়ার ম্যাচে টাইব্রেকারে জিতল মায়ামি
ফরিদপুরে দর্শক মাতালো এমএ আজিজ গোল্ডকাপ
টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান আর্জেন্টিনার
গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের
জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে টাইগার যুবারা
বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা
সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ