তরুণদের খেলার মাঠমুখী করতে সকলকে এগিয়ে আসতে হবে : আসাদুল হাবিব দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণদের খেলার মাঠমুখী করতে সকলকে এগিয়ে আসতে হবে : আসাদুল হাবিব দুলু
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



তরুণদের খেলার মাঠমুখী করতে সকলকে এগিয়ে আসতে হবে : আসাদুল হাবিব দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণদের খেলার মাঠমুখী করতে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম। খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, স্বাস্থ্যবান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই তরুণদের মাঠমুখী রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।”

আসাদুল হাবিব দুলু আজ বিকেলে জেলা সদরের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে কলেজ পাড়া ফুটবল একাডেমির খেলোয়াড়দের নতুন জার্সি উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কলেজ পাড়া ফুটবল একাডেমির ধারাবাহিক উদ্যোগ ও সাফল্যের প্রশংসা করে আসাদুল হাবিব দুলু আরও বলেন, “এ ধরনের খেলাধুলাভিত্তিক সংগঠন যুবসমাজকে আলোর পথে নিয়ে যেতে পারে। আমি একাডেমির পাশে আছি, ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার চেষ্টা থাকবে।”

সভায় একাডেমির সাবেক, বর্তমান, সিনিয়র ও জুনিয়র পর্যায়ের দুই শতাধিক খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেন।

এ সময় একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা, মাঠ ও সরঞ্জাম সংকটসহ নানা বাস্তবতা নিয়ে খেলোয়াড় ও কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।

জার্সি উন্মোচনের পাশাপাশি একাডেমির পরিচালক ও হেড কোচ এবিএম ফিরোজ সিদ্দিকী আপেলের হাতে নতুন ফুটবল ও জার্সি তুলে দেন দুলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হকসহ জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

পরে একাডেমির খেলোয়াড়রা নতুন জার্সি পরে মাঠে প্রীতি ম্যাচে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫১   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
ফতুল্লায় দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক
সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ