বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : মোহাম্মদ শাহজাহান

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : মোহাম্মদ শাহজাহান
শনিবার, ৯ আগস্ট ২০২৫



বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : মোহাম্মদ শাহজাহান

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ শাহজাহান বলেন, সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি শ্রদ্ধার সঙ্গে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাঁড়িপাল্লা, কিন্তু সবাইকে এক থাকতে হবে যেন বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি না হয়। আর আমাদের এই ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদকে চিরস্থায়ীভাবে তাড়াতে হবে। এমপি মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে আমার দেশের জনগণ।
যারা সত্যিকারের মানুষ তারা নিজের স্বার্থ নয়, দেশকে ভালোবাসে। আমি দলের দুর্দিনে ছিলাম, এখনো আছি।

সবাইকে খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করে তিনি বলেন, যে যা করেছেন তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে আর না। দলের সম্মান রক্ষায় সবাইকে বিশৃঙ্খল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অত্যাচার করেছে তাদের শাস্তি দিয়ে যারা তাদের অধিকার হারিয়েছেন তাদের অধিকার ফিরে পাবেন।

সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, সলিমুল্ল্যাহ বাহার হিরন, নোয়াখালী জেলা বারের পিপি আ্যডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপিসহ জেলা ও উপজেলা বিএনপি ও উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৭   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চাকসু নির্বাচন: ৯ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবির সমর্থিত জোটের
বাসচাপায় হেফাজত নেতা নিহত: চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ
রাঙ্গামাটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের প্রস্তুতি কর্মশালা
অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ডাকাতির সরঞ্জাম, আটক ৩
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু
আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু
ব্রাহ্মণবাড়িয়া ১ আসন থেকে মোঃ শফিকুল এর নির্বাচনী ঘোষণা
রাঙ্গামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ