আটাব প্রশাসকের দায়িত্ব নিলেন উপসচিব মোতাকাব্বীর আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আটাব প্রশাসকের দায়িত্ব নিলেন উপসচিব মোতাকাব্বীর আহমেদ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



আটাব প্রশাসকের দায়িত্ব নিলেন উপসচিব মোতাকাব্বীর আহমেদ

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে হঠাৎ অফিসে পৌঁছালে এডমিন অফিসারসহ অফিস স্টাফরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘আমার দায়িত্বকালে একটি অবাধ, নির্ভেজাল ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যেতে চাই। আমি সরকারের পক্ষ থেকে সাধারণ সদস্যদের জন্য কাজ করতে এসেছি—কোনো পক্ষ-বিপক্ষে নয়। সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে স্বচ্ছতা ও সততার সঙ্গে পালন করবো।’

তিনি জানান, এর আগে ৭ আগস্ট অফিসে এলে তালাবদ্ধ দেখতে পান এবং পরে ফিরে যান। সোমবার জানানো হয় অফিস খোলা হয়েছে, তাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস পালন করছেন তিনি।

সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে যেন নিয়মের বাইরে কেউ মিসগাইড না করে। ৪০০০ সদস্যের প্রত্যেকের মতামত শুনতে চাই। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, আগে অফিসের আইনি এখতিয়ার জেনে পদক্ষেপ নেব। আজ থেকে স্বচ্ছতা ও সততার সঙ্গে অফিস পরিচালিত হবে।’

ফ্লাইট এক্সপার্ট সংক্রান্ত অনিয়মের বিষয়ে তিনি বলেন, ‘এটি আমার প্রথম দিন, আগে আইন ও নিয়মগুলো বুঝে নিতে চাই, তারপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আদেশে বলা হয়, উপসচিব মোতাকাব্বীর আহমেদ ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:১৯   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন : আলী রীয়াজ
মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে ইসি : মির্জা ফখরুল
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ মনে করে: জাতিসংঘ
ফের মা হওয়ার গুঞ্জন, ‘রহস্যময় উত্তর’ বুবলীর!
পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই
গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা
ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী
মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ