খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়

প্রথম পাতা » খেলাধুলা » খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়

বলে প্রতি ম্যাচেই গতির ঝড় তোলেন খালেদ আহমেদ। আজ ব্যাটিংয়ে তুলেছিলেন বাংলাদেশি পেসার। তবে ঝড়টা লক্ষ্যে পৌঁছার আগেই থেমে যায়। তাতে এখন পর্যন্ত এবারের বিপিএলে রেকর্ড ১৯৯ রান তাড়া করে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষে পরাজয়ই সঙ্গী হয় খালেদের দল সিলেট টাইটানসের।

চট্টগ্রাম রয়্যালসের কাছে ১৪ রানের হার দেখেছে সিলেটে। জয়ের জন্য শেষ ১২ বলে ৪২ রান লাগত সিলেটের। হাতে উইকেট ছিল ১টি। অর্থাৎ শেষ জুটি।
শরীফুল ইসলামের করা ১৯তম ওভারের প্রথম দুই বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে খেলা জমানোর ইঙ্গিত দেন খালেদ। শেষ চারে বলে নেন ৫ রান। সব মিলিয়ে ওভারটিতে ১৭ রান নিয়ে সমীকরণ নামিয়ে আনেন ৬ বলে ২৫।

শেষ ওভারের শুরুটাও দারুণ করেছিলেন খালেদ।
প্রথম বল ওয়াইড দেন তানভীর ইসলাম। বাঁহাতি স্পিনারের প্রথম বৈধ বলে ছক্কা হাঁকান খালেদ। জাতীয় দলের সতীর্থর কাছে হজম করে ফিরতি বলেও ওয়াইড দেন তানভীর। দ্বিতীয় বৈধ বল ডট দিয়ে তৃতীয় বলে ২ রান দেন তিনি। আর চতুর্থ বলে উইকেটরক্ষক রসিংটনের সহায়তায় খালেদকে স্টাম্পিং করে চট্টগ্রামকে ১৪ রানের জয় এনে দেন।
২৭৭.৭৭ স্ট্রাইক রেটে ৩ ছক্কা ও ১ চারে ২৫ রান করেন খালেদ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছিলেন ব্যাটাররা। তাদের ৭ ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করলেও কেউই ইনিংস বড় করতে পারেনি। বড় রান তাড়ায় বড় ইনিংসের যে প্রয়োজন তা ম্যাচ শেষে ঠিকই বুঝল সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন আফিফ হোসেন। চট্টগ্রামের ব্যাটারদের ইনিংস লম্বা করতে না দেওয়ার কারিগর আমের জামাল সর্বোচ্চ ৪ ‍উইকেট নিয়েছেন।

চট্টগ্রামের ইনিংসে কোনো ব্যাটার ফিফটি করতে পারেনি। তবে মাহমুদুল হাসান জয় ও অ্যাডাম রসিংটনের দুটো চল্লিশোর্ধ্ব ইনিংসে এবারের বিপিএলে সর্বোচ্চ ১৯৮ রানের ভিত পায়। রসিংটনের ৪৯ রানের বিপরীতে ২০৯.৫২ স্ট্রাইক রেটে ৪৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন জয়।

এ ছাড়া শেষ দিকে ৩৩ রানের ঝড় তুলে বড় সংগ্রহে অবদান রাখেন শেখ মেহেদী। অধিনায়ক ২৫৩.৮৪ স্ট্রাইকরেটের ইনিংসটি না খেললে হয়তো ১৪ রানের জয় পেত না চট্টগ্রাম। ৪ চারের বিপরীতে ১ ছক্কা হাঁকান মেহেদী। সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৬   ১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল
ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনের গোলে টেবিলের শীর্ষে চেলসি
আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড
স্প্যানিওলকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষে বার্সেলোনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ