ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে: ডিসি
বুধবার, ২০ আগস্ট ২০২৫



ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে: ডিসি

‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় পেশাদার গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদান, ডাটাবেজ তৈরি এবং বিশেষ পোশাক বিতরণ করা হয়।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের ডাকবাংলো সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সম্প্রতি উৎসবগুলোতে আমরা রাস্তা-ঘাটে সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি দেখেছি। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। সেই লক্ষ্যে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে ডাটাবেজ তৈরি, নিয়োগপত্র প্রদান এবং বিশেষ পোশাক বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যোগ্যদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে, ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আমাদের নাগরিকদের জীবন রক্ষা করতে চাই।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর ও জেলা বাস মালিক সমিতির নেতারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয় সিটি বন্ধন পরিবহনের ২০ জন, উৎসব পরিবহনের ৯ জন, নিউ আনন্দ পরিবহনের ৪ জন, বন্ধু পরিবহনের ১২ জন এবং বাধন পরিবহনের ৮ জন চালক।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৩   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমরা সকলে খালেদা জিয়ার সন্তান, সবাই তার জন্য দোয়া করবেন : শামা ওবায়েদ
হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান দেখি না, আমরা সবাই বাঙালি: কাসেমী
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণের পর ঘরে আগুন, দগ্ধ ৪
জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন
নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
বাংলাদেশকে সব সময় আপন মনে করে ভার‌ত: প্রণয় ভার্মা
আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান
মাদক সেবনকারী ও জুয়াড়িকে ধরবেন আর পেটাবেন: বাবর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ