জামালপুরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সমঝোতা: ছিনিয়ে নেওয়া আসামি হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সমঝোতা: ছিনিয়ে নেওয়া আসামি হস্তান্তর
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



জামালপুরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সমঝোতা: ছিনিয়ে নেওয়া আসামি হস্তান্তর

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আতঙ্কে থাকা জামালপুরে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বাংলাবাজার ও এর আশপাশের এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার(২১ আগষ্ট) দুপুরে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে এক আলোচনার পর ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী নাছির @ চিকুকে থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পুলিশ আশ্বাস দিয়েছে, এই ঘটনায় কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না।

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চরপাকেরদহ ইউনিয়নের বাংলাবাজার থেকে মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন ওরফে চিকুকে ইয়াবাসহ আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসার পথে তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে নাছিরকে ছিনিয়ে নেয়।

এই ঘটনায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ বাদী হয়ে ঘটনার দিন রাতেই সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে এ পর্যন্ত ৭ জনকে আটক করা হয়। এতে পুরো বাংলাবাজার এবং পার্শ্ববর্তী নব্যচর এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম অবগত হওয়ার পর এলাকাবাসীর সঙ্গে পুলিশের একটি আলোচনার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার সেকান্দর আলী এলাকাবাসীর সঙ্গে আলোচনায় বসেন। এসময় এলাকাবাসী ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী নাছিরকে পুলিশের কাছে তুলে দেয়।

আলোচনা শেষে পুলিশ প্রতিনিধিরা এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, শুধুমাত্র অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনায় কোনো নির্দোষ মানুষকে অযথা হয়রানি করা হবে না। এই আশ্বাসে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের গ্রেপ্তার আতঙ্ক কেটে স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ সময়: ২২:৩০:০৫   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর পথ বন্ধ করতে হবে
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
জুলাই-আগস্টের শহীদরা আমাদেরকে গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন : মির্জা ফখরুল
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
জামালপুরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সমঝোতা: ছিনিয়ে নেওয়া আসামি হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ