পান দোকানসহ বিভিন্ন জায়গায় বিমান টিকিটের সংকট তৈরি করা হয়: উপদেষ্টা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » পান দোকানসহ বিভিন্ন জায়গায় বিমান টিকিটের সংকট তৈরি করা হয়: উপদেষ্টা
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



পান দোকানসহ বিভিন্ন জায়গায় বিমান টিকিটের সংকট তৈরি করা হয়: উপদেষ্টা

বিমানের টিকিট সিন্ডিকেট প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের নিবন্ধিত ট্রাভেল এজেন্টের এজেন্সির সংখ্যা পাঁচ হাজার। জানা মতে, অনিবন্ধিত ট্রাভেল এজেন্ট আছে প্রায় ২০ হাজারের বেশি। পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা সবাই মিলে একটা কৃত্রিম সংকট তৈরি করে।

সোমবার এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ, নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতে গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন হয়।

বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট আছেন। সংখ্যা আরও একজন বাড়ানো হবে। উপদেষ্টা বলেন, ম্যাজিস্ট্রেটদের কিছু সুনির্দিষ্ট গন্তব্য বলে দেওয়া হয়েছে। এসব জায়গায় নৈরাজ্য সবচেয়ে বেশি। প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেটকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন পরিপূর্ণভাবে প্রয়োগ করা হবে।

বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কথা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আমরা চিন্তা করছি, সিন্ডিকেটের সঙ্গে জড়িত ট্রাভেল এজেন্টগুলোর ট্যাক্স ফাইল ধরে টান দেওয়া হবে। কেউ এই ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না।

উপদেষ্টা বলেন, ট্রাভেল এজেন্সিগুলোকে টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশনা দেওয়া হলেও তা মানছে না। শুধু অফলাইন ট্রাভেল এজেন্সি নয়, অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রেও মারাত্মক দুর্বৃত্তায়ন আছে। দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্লাইট এক্সপার্ট নামের একটি প্রতিষ্ঠানের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ সাধারণত চাহিদা ও সময়ের ওপর নির্ভর করে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী উদ্দেশ্যমূলকভাবে টিকিটের সংকট তৈরি করে ভোক্তার কাছে থেকে বাড়তি মূল্য আদায় করে।

যারা নৈরাজ্য করছে এমন ট্রাভেল এজেন্টের তালিকা হয়েছে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, নিশ্চয় হয়েছে। তবে তদন্তের স্বার্থে সংখ্যা বলা যাবে না।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৯   ১৬৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নভেম্বর থেকে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা
কোন অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবেনা - কৃষি উপদেষ্টা
পদ্মা সেতুতে ৬.০৩ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে চুক্তি স্বাক্ষর
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চীনা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা
পাটপণ্যের নান্দনিকতা ও ব্যবহার উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার
সফল ট্রেড নেগোসিয়েশনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি - বাণিজ্য উপদেষ্টা
চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার: কৃষি সচিব
পান দোকানসহ বিভিন্ন জায়গায় বিমান টিকিটের সংকট তৈরি করা হয়: উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ