
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সাথে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির জেলা নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ আগস্ট) নগর ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে শহরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এনসিপি নেতারা শীতলক্ষ্যা কদম রসুল সেতুর প্রস্তাবিত ডিজাইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সিরাজ-উদ-দৌলা রোডে সেতু নির্মাণ হলে নগরের প্রবেশমুখে যানজট আরও বৃদ্ধি পাবে। অন্যান্য সংগঠনও ইতোমধ্যে তাদের আশঙ্কা জানিয়েছে। এনসিপি এ বিষয়ে কিছু সমাধানের প্রস্তাব প্রশাসকের কাছে পেশ করেছে।
এছাড়া বৈঠকে শহরের জলাবদ্ধতা, মশার সমস্যা ও ড্রেনেজ সিস্টেম উন্নয়নের ধীরগতির বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। প্রশাসক জানান, সাবমার্সিবল পাম্প বসানোর প্রকল্প শীঘ্রই বাস্তবায়িত হবে এবং পানির সমস্যা কিছুটা সমাধান হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) শওকত আলী, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আবুল খায়ের, বন্দর উপজেলা যুগ্ম সমন্বয়কারী রেদোয়ান শুভ, জেলা কমিটির সদস্য আবদূর রহমান গাফফারি, আমিনুল ইসলাম, ফারদিন শেখ, মো. সবুজ এবং ছাত্র প্রতিনিধি মাহফুজ খান, হৃদয় ভুইয়া ও নাজমুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২৩:১৯:৫০ ৩৩ বার পঠিত