দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর ফিলিপাইনের রাষ্ট্রদূতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর ফিলিপাইনের রাষ্ট্রদূতের
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর ফিলিপাইনের রাষ্ট্রদূতের

আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট।

আজ রোববার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘দ্বিপক্ষীয় সম্পর্ক পেরিয়ে: বাংলাদেশ-ফিলিপাইন সহযোগিতার নতুন পথ উন্মোচন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে তাগিদ দেন।

রাষ্ট্রদূত কেইংলেট বলেন, অভিন্ন মূল্যবোধ ও উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আবদ্ধ এই দুই দেশ জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার বিপুল সম্ভাবনা রাখে।

তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি শুধু আমাদের জনগণের জন্য সুফল বয়ে আনবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।

রাষ্ট্রদূত প্রচলিত খাতের বাইরে গিয়ে অংশীদারিত্ব বৈচিত্র্যময় করার ওপর গুরুত্বারোপ করে উভয় দেশের সরকার ও বেসরকারি খাতকে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস স্বাগত বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সূচনা বক্তব্যে বাংলাদেশ-ফিলিপাইনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সামুদ্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ওপর জোর দেন। একই সঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিক।

বক্তৃতার পর উন্মুক্ত আলোচনায় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি, গবেষক এবং শিক্ষার্থীরা বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক জোরদারে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০৩   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল
প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করব: বিসিবি পরিচালক আসিফ
সরিষাবাড়ীতে ইউনিয়ন ওলামা দলের নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ইসলামপুরে পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ঢাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ
জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও জাল টাকার বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ