
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মডেল গ্রুপের কর্ণধার ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে র্যালিটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে ২ নম্বর রেলগেট ঘুরে দুপুর সাড়ে ১২টায় চাষাড়া এসে শেষ হয়।
র্যালির শুরুতেই ঘোড়ার গাড়িতে ছিল দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম), বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মাসুদুজ্জামান মাসুদের ছবি সম্বলিত বিশাল ফেস্টুন। এরপর জেলা ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ক্যাপ, গেঞ্জি, দলীয় ও জাতীয় পতাকা হাতে অংশ নেন।
র্যালিতে লোকজ আবহ ফুটিয়ে তোলা হয়— সোনালী ধান হাতে কৃষক-কিষাণী, জেলে, কুমার, তাঁতী এবং পালকিতে নববধূকে শ্বশুরবাড়িতে নেওয়ার দৃশ্য। এতে রাজপথ পরিণত হয় আবহমান বাংলার লোকায়ত সংস্কৃতির এক চলন্ত প্রদর্শনীতে।
এসময় দলীয় গান ও স্লোগানের তালে নেতাকর্মীদের নেচে-গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করতে দেখা যায়।
র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৯০’র স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আনোয়ার হোসেন আনু।
র্যালিতে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ফারুক হোসেন, মাহবুব উল্ল্যা তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন সোখন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহাম্মেদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাখাওয়াত ইসলাম রানা, বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা ইফতেখার কায়েস রুমেল, সরকার আলম, জয়নাল আবেদীন, সারোয়ার মুজাহিদ মুকুল, জাহাঙ্গীর মাতবর, ইছহাক উদ্দিন ইছা, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাহেব উল্ল্যা রোমান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সহসভাপতি মো. মহসিন উল্ল্যা, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল মাস্টার, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুলহাস, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি শামীম, মহানগর যুবদল নেতা রহমান, তান্না, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর, ১৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রুহুল আমিন, টিল্টু, হায়দার, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লিমন, মুছাপুর ইউনিয়নের ইব্রাহিম, মদনপুর ইউনিয়নের মো. কাবিল হোসেন ও আমজাদ হোসেন মেম্বার, মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন, কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদক খোরশেদা আলম লিপি খন্দকার, বন্দর থানা শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক পরিবেশ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা পারভেজ মল্লিক, শাহ জালাল সিপন, মোস্তাক, টমাস, সালাউদ্দিনসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২১:২৩:২০ ১১ বার পঠিত