সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জামালপুর প্রতিনিধি : সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের (সরিষাবাড়ী) সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এই নির্দেশ দেন। মামলায় মুরাদ হাসানসহ আরও একজন আসামি রয়েছেন।

মামলার সূত্র অনুযায়ী, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন ডা. মুরাদ হাসান একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের টকশোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে “অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য” করেন।

মামলার বাদী জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার অভিযোগ করেন যে, মুরাদ হাসানের এই ধরনের মন্তব্যে জিয়া পরিবারের ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই অভিযোগে তিনি আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।

মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও ওই টকশোর উপস্থাপক, চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ মে সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন ১০ হাজার কোটি টাকার মানহানি মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদ হাসান ও মহি উদ্দিন হেলালকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। তবে, তারা কেউই আইনের প্রতি সম্মান জানিয়ে আদালতে উপস্থিত হননি। এর পরিপ্রেক্ষিতেই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার বাদী রুমেল সরকার বলেন, তিনি আশা করেন পুলিশ দ্রুত এই পরোয়ানা কার্যকর করে আসামিদের গ্রেপ্তার করবে এবং আদালতে হাজির করবে।

ডা. মুরাদ হাসান ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হয়ে প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং পরে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ডিসেম্বরে একজন চিত্রনায়িকার সঙ্গে অশ্লীল কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হলে তিনি মন্ত্রীর পদ হারান।

বাংলাদেশ সময়: ২২:৩৪:০০   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তিপূর্ণ-নিরাপদ: সাখাওয়াত
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
জামালপুরে ভুয়া এনজিওর বিরুদ্ধে সরিষাবাড়ীতে অভিযান, জরিমানা ৪০ হাজার
যেকোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে : শামা ওবায়েদ
সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ও আহত পরিবারকে ডিসির অনুদান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসুদুজ্জামানের বর্ণাঢ্য র‍্যালি
বড় হারে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ
কোনো দলের পক্ষে নয়, সুষ্ঠু নির্বচান চায় যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ