মাসুদুজ্জামানের পক্ষে তারেক রহমানের ৩১ দফা প্রচার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাসুদুজ্জামানের পক্ষে তারেক রহমানের ৩১ দফা প্রচার
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



মাসুদুজ্জামানের পক্ষে তারেক রহমানের ৩১ দফা প্রচার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এ প্রচারণা চালায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণায় অংশ নিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “নারায়ণগঞ্জে যোগ্য, মেধাবী ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সামাজিক সুশাসন, আইনের ন্যায়বিচার এবং দেশের উন্নয়ন সম্ভব নয়। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত নারায়ণগঞ্জ গড়তে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাসুদুজ্জামান মাসুদই উপযুক্ত নেতৃত্ব দিতে পারবেন।”

তিনি আরও বলেন, করোনাকাল থেকে শুরু করে মাসুদুজ্জামান সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গ্রহণযোগ্য ইমেজ তৈরি করেছেন। জনগণের সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে আধুনিক নগরীতে পরিণত করা সম্ভব হবে।

মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে। সীমানা পরিবর্তনের কারণে গোগনগর ও আলিরটেক ইউনিয়ন বাদ পড়েছে, যা আমাদের কাছে অন্যায্য মনে হয়েছে। বন্দর উপজেলায় ৫টি ইউনিয়ন থাকলেও সমান গুরুত্ব দেওয়া হয়নি। আমরা চাই বন্দরবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক।

আমি পরিষ্কারভাবে বলতে চাই—মাসুদুজ্জামানকে নিয়ে যারা প্রশ্ন তোলে, পোস্টার-ব্যানার নিয়ে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে বলছি—বিএনপি কারও একার দল নয়। খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান আমাদের সবার নেতা। তাই তাদের ছবি আমরা সমর্থক-কর্মীরা ব্যবহার করতেই পারি। অন্যদের উদ্দেশে বলছি, আয়নায় গিয়ে আগে নিজের চেহারা দেখুন, তারপর সমালোচনা করুন।

আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপি শক্তিশালী অবস্থান তৈরি করবে। বন্দরবাসীর অধিকার, নারায়ণগঞ্জের মানুষের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করতে আমরা তার পাশে আছি এবং থাকব।”

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপির সদস্য ফারুক হোসেন, যুবদল নেতা সরকার আলম, সদর বিএনপির সাবেজ যুগ্ম আহবায়ক মহসিন উল্লাহ, বিএনপি নেতা বাবু, সোহেল, সাবেক যুবদল নেতা ইসালউদ্দিন ইসা সহ অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২২:২৪   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
ইসলামাবাদে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদ্‌যাপিত
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
আমাদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি : সারোয়ার তুষার
মাসুদুজ্জামানের পক্ষে তারেক রহমানের ৩১ দফা প্রচার
তারেক রহমান ও বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: সাখাওয়াত
বাংলাদেশ ও পাকিস্তান ধর্মীয় প্রতিনিধিদল পাঠাতে একমত
জামালপুরে নৌকাডুবিতে নারী নিহত, নিখোঁজ শিশুসহ অনেকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ