স্পেনের গোল উৎসব, জার্মানির প্রথম জয়

প্রথম পাতা » খেলাধুলা » স্পেনের গোল উৎসব, জার্মানির প্রথম জয়
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



স্পেনের গোল উৎসব, জার্মানির প্রথম জয়

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তুরস্কের মাঠে আগুনঝরা ফুটবল খেলে গোল উৎসব করেছে স্পেন। একের পর এক আক্রমণে ছিন্নভিন্ন করে দিয়েছে স্বাগতিকদের রক্ষণ। অপরদিকে জার্মানিকে ঘরের মাঠে অপেক্ষা করতে হলো শেষ মুহূর্ত পর্যন্ত, তবে শেষ পর্যন্ত প্রথম জয়ে স্বস্তি মিলেছে তাদের।

তুরস্কের মাঠে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন খেলেছে একেবারে একতরফা ম্যাচ। মাত্র ছয় মিনিটে পেদ্রি গনসালেজের গোলে এগিয়ে যায় দল। এরপর মঞ্চটা হয়ে ওঠে মিকেল মেরিনোর, আর্সেনাল মিডফিল্ডার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন দারুণ সব শটে। ফেরান তোরেসও গোল করলেন, আর পেদ্রি যোগ করলেন শেষ মুহূর্তে আরেকটি।

শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানে শেষ হয় ম্যাচ, যা স্পেনের বাছাই ইতিহাসের অন্যতম বড় অ্যাওয়ে জয়। তবে এই আনন্দের মাঝে সামান্য দুশ্চিন্তা, চোট পেয়ে মাঠ ছাড়েন নিকো উইলিয়ামস। তবু ছয় পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লুইস দে লা ফুয়েন্তের দল।

অন্যদিকে কোলোনে যেন দীর্ঘশ্বাসের রাত কাটল জার্মানদের। আগের ম্যাচে হারের পর সমালোচনার মুখে ছিল তারা। শুরুতে সের্জ গ্নাব্রির গোলে এগিয়েও বিরতির আগে সমতায় ফেরান আইজ্যাক প্রাইস। বিরক্ত দর্শকদের দুয়োতে চাপ বাড়তে থাকে আরও। কিন্তু শেষ পর্যন্ত বদলি নাদিম আমিরির গোলে স্বস্তি ফেরে, আর লিভারপুল তারকা ফ্লোরিয়ান ভার্টজের দুর্দান্ত এক ফ্রি-কিকে জয় নিশ্চিত করে দলটি। ৩-১ গোলের এ জয়ে অবশেষে প্রথম পয়েন্ট পেল জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

ইউরোপের অন্য ম্যাচেও বয়েছে গোলের বন্যা। পোল্যান্ডে রবার্ট লেভানদোভস্কি গোল করলেন ফিনল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে। ব্রাসেলসে বেলজিয়ামও ঝড় তুলল কাজাখস্তানের বিপক্ষে, অর্ধডজন গোল দিল তারা, যেখানে ডি ব্রুইনে ও ডোকুও পেয়েছেন গোল। লিখটেনস্টাইনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর মেসিডোনিয়া এবং গ্রুপে আছে শীর্ষে।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:১১   ৫৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো
আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ
তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়
ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ