এই বিজয় হিজাবি-নন হিজাবি সবার: তাসনিম জুমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » এই বিজয় হিজাবি-নন হিজাবি সবার: তাসনিম জুমা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



এই বিজয় হিজাবি-নন হিজাবি সবার: তাসনিম জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বিজয়কে সবার জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।

বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসুর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।

জুমা লিখেন, যে পরীক্ষায় অবতীর্ণ করেছো, তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের। তিনি এই বিজয়কে কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না, বরং এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত বিজয় হিসেবে ব্যাখ্যা করেছেন।

প্রসঙ্গত, ফাতেমা তাসনিম জুমা এই পদে ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে লড়াই করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদে ২৩টিতেই বিজয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

জুমার ভাষ্য অনুযায়ী, এই বিজয় শুধু একটি রাজনৈতিক দল বা প্যানেলের নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর, নারীদের, হিজাবি-নন হিজাবি শিক্ষার্থীদের জন্য সমানভাবে প্রাপ্য।

স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা রক্ষার জন্য দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও প্রকাশ করেছেন। তার মতে, বিজয়কে উদযাপন নয়, বরং এটি শিক্ষার্থীদের আশা ও অধিকার রক্ষার একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:২৯:০০   ৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন: নাসীরুদ্দীন পাটওয়ারী
সংসদ নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই: বিএনপি
ফতুল্লায় ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে অনৈক্য সৃষ্টির চেষ্টার অভিযোগ সালাহউদ্দিনের
সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ
কাঁচা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে: ডিসি
ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে: গিয়াসউদ্দিন
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বিজয়ী হতে হবে: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ