ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পিটিশন, স্বাক্ষর হাজারো ইসরাইলির

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পিটিশন, স্বাক্ষর হাজারো ইসরাইলির
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পিটিশন, স্বাক্ষর হাজারো ইসরাইলির

গাজায় ইসরাইলি আগ্রাসনের অবসান এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে একটি পিটিশন স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। এ দাবির প্রতি সমর্থন জানিয়ে এই পিটিশনে এরই মধ্যে স্বাক্ষর করেছেন সাড়ে সাত হাজারের বেশি ইসরাইলি। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, জাজিম নামে হুদি ও আরবদের একটি রাজনৈতিক সংগঠন এই পিটিশন স্বাক্ষর অভিযান শুরু করেছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি স্পষ্ট বার্তা দেয়াই এই পিটিশনের লক্ষ্য ও উদ্দেশ্য।

আয়োজকরা আশা করছে, আগামী সপ্তাহের মধ্যে পিটিশনে স্বাক্ষরকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে। পিটিশনে বলা হয়েছে, ‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া মানে ইসরাইলের জন্য শাস্তি নয়, বরং এই অঞ্চলে ফিলিস্তিনি ও ইসরাইলি— উভয়ের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পথে এক ধাপ অগ্রসর হওয়া।’

পিটিশনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি না দিয়ে ইসরাইলের নিরাপত্তা ঝুঁকি থেকেই যাবে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার মন্ত্রিসভার যেসব কট্টরপন্থি ইহুদি নেতা যুদ্ধ অব্যাহত রাখতে চাইছেন, তারা বর্ণবাদ ও সহিংসতা উসকে দেয়ার পাশাপাশি ইসরাইল ও ইসরাইলিদের ভবিষ্যতেও সংকটের মুখে ফেলছেন।

এদিকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ৭১৩ দিনের মতো গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। একদিনের হামলায় আরও অন্তত ৭৯ ফিলিস্তিনি নিহত এবং আরও ২২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজারে।

বাংলাদেশ সময়: ১৬:০১:২৮   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ইসরাইলের তীব্র হামলার মধ্যে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়ালো
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পিটিশন, স্বাক্ষর হাজারো ইসরাইলির
ফ্রান্সে প্রতি ১০ মুসলিমের ৮ জনই বৈষম্য-বিদ্বেষের শিকার: জরিপ
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ করারোপে ইউরোপকে উস্কাচ্ছেন ট্রাম্প
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের আরও এক দেশ
মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ