পূজার আমেজ নেই ইসলামপুরে, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজার আমেজ নেই ইসলামপুরে, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



পূজার আমেজ নেই ইসলামপুরে, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

জামালপুর প্রতিনিধি : দুর্গাপূজা আসন্ন হলেও জামালপুরের ইসলামপুরে এখনো কেনাকাটার আমেজ জমেনি। সাধারণত এই সময়ে ইসলামপুরের ঠাকুরগঞ্জ নিত্য বাজারে পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকে, কিন্তু এবার সেখানে এক অচেনা নীরবতা বিরাজ করছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ক্রেতাশূন্য দোকানে অলস সময় পার করছেন। প্রতি বছর পূজা উপলক্ষে শাড়ি, থ্রি-পিস, শার্ট, প্যান্ট, ধুতি, সালোয়ার-কামিজ ও বাচ্চাদের পোশাকের বিপুল চাহিদা তৈরি হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারা এখানে ভিড় করেন। তবে এ বছর আশানুরূপ বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা চরম হতাশ।

মিলন নামের এক দোকানদার জানান, “বিক্রি নেই বললেই চলে। সকাল থেকে দোকান খোলা, কিন্তু ক্রেতা নেই। তাই বসে বসে ফোন দেখতে হয়।” অগ্রণী ক্লথ স্টোরের এক ব্যবসায়ী বলেন, মন্দার কারণে ব্যাংকঋণের কিস্তি, দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

আল মদিনা ফ্যাশন হাউজের এক ব্যবসায়ী হতাশা প্রকাশ করে বলেন, “ব্যবসা টিকিয়ে রাখার জন্য জমি বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।” তিনি আরও বলেন, সরকার সহযোগিতা করলে শুধু ব্যবসায়ীরাই বাঁচত না, দেশের অর্থনীতিও শক্তিশালী হতো।

মমতাজ গার্মেন্টসের মালিক আব্দুস সালাম জানান, “আমরা সাধারণত দুই ঈদ ও পূজার মৌসুমের দিকেই তাকিয়ে থাকি। কিন্তু এবার ঈদেও তেমন বেচাকেনা হয়নি, আর পূজায় এখনো কোনো ক্রেতা দেখা যাচ্ছে না।” তিনি বলেন, এই পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

উৎসবের মৌসুমে বিক্রি বাড়ার প্রত্যাশা থাকলেও, বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। পূজার আনন্দঘন কেনাকাটার আমেজের বদলে ইসলামপুরের ব্যবসায়ীদের মধ্যে এখন বিরাজ করছে অনিশ্চয়তা ও সংকটের ছায়া।

বাংলাদেশ সময়: ২২:১২:৪৩   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডোবা বাল্কহেডের ২ লস্করের লাশ উদ্ধার
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলা টিম
বন্দরে তুচ্ছ ঘটনায় হামলা, একই পরিবারের ৪ জন আহত
মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা
শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ