অনিরাপদ কারখানায় ব্যালট ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে: আবিদুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনিরাপদ কারখানায় ব্যালট ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে: আবিদুল
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



অনিরাপদ কারখানায় ব্যালট ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে: আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে অংশ নেয়া আবিদুল ইসলাম খান।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আবিদুল ইসলাম খান বলেন, পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে পক্ষপাতদুষ্টভাবে ভোট গ্রহণ করা হয়েছে। ভোটের হার নিয়ে অসামঞ্জস্যতা দেখা গেছে, কিন্তু প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ ও প্রমাণ চাইলেও এখনো প্রকাশ করা হয়নি।

ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিল না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।

তিনি বলেন, পোলিং অফিসাররা আচরণবিধি সম্পর্কে জানতেন না। ফলে তারা প্রার্থীদের হয়রানি করেছেন। পোলিং অফিসাররা প্রার্থীদের মবের মুখে ঠেলে দিয়েছেন। বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কালক্ষেপণ করে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

‘অনিয়ম ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার আগ পর্যন্ত ডাকসু নির্বাচনকে বৈধতা দেয়ার সুযোগ নেই’, যোগ করেন আবিদুল ইসলাম খান।

ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, ডাকসু নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকদের কাছে অনিয়মের প্রতিকার চাইলেও শিক্ষকরা তাতে ব্যর্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:১৫:০৬   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩
হবিগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্লাব মিলন মেলা
রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা
বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা
নাগরিকদের নির্বিঘ্ন সেবা দিতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করছে : ফয়েজ আহমদ তৈয়্যব
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ দ্রুত শেষ হবে: সিনিয়র সচিব
হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৪৯ ট্রাক কাঁচা মরিচ
পাঁচ বছর পর সিপিএলের শিরোপা জিতল ত্রিনবাগো
ফিলিস্তিনকে চার পশ্চিমা দেশের স্বীকৃতি : স্বাগত জানাল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ