রাষ্ট্রের স্বীকৃতিতে পশ্চিম তীরে উদযাপন ফিলিস্তিনিদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাষ্ট্রের স্বীকৃতিতে পশ্চিম তীরে উদযাপন ফিলিস্তিনিদের
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



রাষ্ট্রের স্বীকৃতিতে পশ্চিম তীরে উদযাপন ফিলিস্তিনিদের

অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার পতাকা নাড়িয়ে এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পোস্টার হাতে পশ্চিমা শক্তিগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উদযাপন করতে জনসমুদ্র জড়ো হয়েছিল।

রামাল্লাহ শহরের কেন্দ্রীয় চত্বরে দেশপ্রেমমূলক স্লোগান ভেসে আসছিল লাউডস্পিকারে, যেখানে এক শরও বেশি মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, পাশাপাশি ছিল ‘গণহত্যা বন্ধ করো’ লেখা সাইনবোর্ড।

আব্বাসের রাজনৈতিক আন্দোলন ফাতাহ এবং পশ্চিম তীরে সীমিত নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা করমর্দন ও হাসিমুখে অংশ নেন।

ফাতাহর কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিবরিল রজুব এএফপিকে বলেন, ‘এই স্বীকৃতি একটি প্রক্রিয়ার প্রথম ধাপ, যা আমরা আশা করি অব্যাহত থাকবে।
এটি আমাদের জনগণের শত বছরেরও বেশি সময় ধরে প্রতিরোধ ও দৃঢ় সংকল্পের ফল।’

রজুব বলেন, আগের রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণগুলো শুনে তিনি আবেগাপ্লুত হয়েছেন। তিনি বলেন, ‘আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।’

৩৯ বছর বয়সী ফাতাহ সদস্য মাইসুন মাহমুদ বলেন, ‘আমরা আজ এখানে এসেছি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানাতে, তবে একই সঙ্গে যুদ্ধ থামাতে আমাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাতে।
বিশ্বের এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে।’

উত্তরের তুলকারেমে আরো কয়েক ডজন মানুষ জড়ো হয়, যারা এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিল।

এখন ইউরোপের সংখ্যাগরিষ্ঠ শক্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, সোমবার ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও অন্যদের আনুষ্ঠানিক ঘোষণার পর, প্রায় দুই বছরের গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে।

এর এক দিন আগে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালও একই পদক্ষেপ নিয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১১   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ