রাষ্ট্রের স্বীকৃতিতে পশ্চিম তীরে উদযাপন ফিলিস্তিনিদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাষ্ট্রের স্বীকৃতিতে পশ্চিম তীরে উদযাপন ফিলিস্তিনিদের
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



রাষ্ট্রের স্বীকৃতিতে পশ্চিম তীরে উদযাপন ফিলিস্তিনিদের

অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার পতাকা নাড়িয়ে এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পোস্টার হাতে পশ্চিমা শক্তিগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উদযাপন করতে জনসমুদ্র জড়ো হয়েছিল।

রামাল্লাহ শহরের কেন্দ্রীয় চত্বরে দেশপ্রেমমূলক স্লোগান ভেসে আসছিল লাউডস্পিকারে, যেখানে এক শরও বেশি মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, পাশাপাশি ছিল ‘গণহত্যা বন্ধ করো’ লেখা সাইনবোর্ড।

আব্বাসের রাজনৈতিক আন্দোলন ফাতাহ এবং পশ্চিম তীরে সীমিত নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা করমর্দন ও হাসিমুখে অংশ নেন।

ফাতাহর কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিবরিল রজুব এএফপিকে বলেন, ‘এই স্বীকৃতি একটি প্রক্রিয়ার প্রথম ধাপ, যা আমরা আশা করি অব্যাহত থাকবে।
এটি আমাদের জনগণের শত বছরেরও বেশি সময় ধরে প্রতিরোধ ও দৃঢ় সংকল্পের ফল।’

রজুব বলেন, আগের রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণগুলো শুনে তিনি আবেগাপ্লুত হয়েছেন। তিনি বলেন, ‘আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।’

৩৯ বছর বয়সী ফাতাহ সদস্য মাইসুন মাহমুদ বলেন, ‘আমরা আজ এখানে এসেছি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানাতে, তবে একই সঙ্গে যুদ্ধ থামাতে আমাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাতে।
বিশ্বের এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে।’

উত্তরের তুলকারেমে আরো কয়েক ডজন মানুষ জড়ো হয়, যারা এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিল।

এখন ইউরোপের সংখ্যাগরিষ্ঠ শক্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, সোমবার ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও অন্যদের আনুষ্ঠানিক ঘোষণার পর, প্রায় দুই বছরের গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে।

এর এক দিন আগে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালও একই পদক্ষেপ নিয়েছিল।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১১   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরিয়ে নেয়া হলো ১ লাখ বাসিন্দাকে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি আগ্রাসন, নিহত ৬৯ হাজার ছাড়াল
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত
রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে অব্যাহতি দিল যুক্তরাষ্ট্র
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ