আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দফতর সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে সাবংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে। এছাড়া নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে। আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, আনসার কোস্টগার্ডও নির্বাচনে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, জনগণের ওপরও নির্ভর করে।’
লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। এখানে অভিযান পরিচালনা করা কঠিন। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। এরইমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।’
বাইরের দেশে বিভিন্নভাবে অপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায় তারা সুবিধা করতে পারেনি।’
সামনে দুর্গাপূজা উপলক্ষে আবারো গুজব ছাড়াতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:২২ ৩৫ বার পঠিত