রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

রংপুর-ঢাকা মহাসড়কের তাজহাট থানাধীন দমদমা ব্রিজের উত্তরের মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপের হেলপার রংপুরের তাজহাটের নগর মীরগঞ্জ এলাকার ইউসুফের ছেলে আরিফ (২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী যাত্রী শাহিনা (২৮) এবং তার ছেলে ওয়ালিদ ওরফে স্বাধীন (১)।

পুলিশ জানায়, পিকআপের চালক গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ট্রাকের চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ইউটার্ন নেওয়ার সময় সড়কের গতিসীমা ও সিগন্যাল না মানার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে পিকআপটি মহিগঞ্জের দিকে যাচ্ছিল। সে সময় ইউটার্ন নেওয়ার মুহূর্তে দ্রুতগতির ট্রাকটি সামনে এসে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি এতটাই তীব্র ছিল যে পিকআপটি রাস্তার এক পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই আরিফ, শাহিনা ও শিশু ওয়ালিদের মৃত্যু হয়। মহাসড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে, বিশেষত ভোর ও রাতের সময়।
দ্রুতগতির যানবাহন এবং অসাবধানতার কারণে এমন ঘটনা বাড়ছে বলে জানান তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, ‘আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজের উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। মহিগঞ্জগামী একটি মালবাহী পিকআপ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় ঢাকা অভিমুখে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।’

তিনি আরো বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপটি জব্দ করেছে পুলিশ। ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনায় কবলিত যান সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া শেষ করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’

বাংলাদেশ সময়: ১৬:১১:১৪   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, থ্রেট করতে চাই না : রাশেদ খান
পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে : সিইসি
রাজশাহীকে হারিয়ে ফাইনালে বিসিবির চট্টগ্রাম রয়্যালস
আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই : তারেক রহমান
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানবিক, সৃজনশীল ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে - শিক্ষা উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে - তথ্য উপদেষ্টা
বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে - নৌপরিবহন উপদেষ্টা
রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা
গণভোট বিষয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান খাদ্য উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ