আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : এ্যানি
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমানই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

তিনি বলেন, ‘আগামীতে যে নির্বাচন হবে, সে নির্বাচনে তারেক রহমান অংশ নেবেন, আর দেশের মানুষের প্রধানমন্ত্রীও তারেক রহমানই হবেন।’

শহীদ উদ্দিন চৌধুরী আজ শনিবার দুপুরে জেলার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের উঠান বৈঠকে এ কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, একটি দল গ্রামে গ্রামে বেহেশতের টিকেট বিক্রি করছে। কিন্তু বেহেশত এতো সহজ নয়। তারা এসব কথা বার্তা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। কেউ তাদের এসব কথাবার্তা শুনে বিভ্রান্ত হবেন না।

মহিলা দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি এমন একটা দল, তারাই সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছে। সুতারং কেউ যদি ঘরে এসে তালিম দেন, যে ধানের শীষে ভোট দেয়া যাবে না, দাড়িঁপাল্লায় ভোট দিতে হবে, এদিকে কেউ মন দেবেন না।

তিনি আরো বলেন. বিএনপি হলো গণমানুষের দল। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি এদেশের সফল প্রেসিডেন্ট। তিনিই খাল খনন শুরু করেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কিন্তু হাসিনা ও পাশের দেশের ষড়যন্ত্রে তিনি শহীদ হন।

তিনি বলেন, এরপর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার ওপর যেভাবে নিমর্ম নির্যাতন হয়েছে। মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। কারাগারেও তার ওপর অমানবিক নির্যাতন হয়েছে। কিন্তু তিনি আপনাদের ছেড়ে দেশ থেকে পালিয়ে যাননি। অথচ খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিে গেছেন।

এ্যানি বলেন, তারেক রহমানের ওপর দেশের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি বিদেশ থেকে দেশে আসবেন। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে তারেক জিয়া অংশ নিবেন। তিনিই এদেশের নেতৃত্বে দিবেন, এদেশের প্রধানমন্ত্রী হবেন। এ নিয়ে সকলকে সর্তক থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক এডভোকেট সুমি বেগম. মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলু ও সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩০   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
পাচারের জন্য গোপন আস্তানায় বন্দি ২১ জনকে উদ্ধার
মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখ‌তে বাংলাদেশে আসতে হ‌বে: হাসনাত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম
দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন: জেলা প্রশাসক
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক - সুপ্রদীপ চাকমা
আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম
পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ