
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচনকেন্দ্রিক ষড়যন্ত্র রুখতে প্রস্তুত বিএনপি।’
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে আখড়াপট্টি পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি এ দেশের গণমানুষের দল।
জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনের মাধ্যমে তাদের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আনতে চায়। তিনি শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি। অথচ কয়েকটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল, যাদের কোনো গণসমর্থন নেই, তারা নির্বাচন পেছানো ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি তুলছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন।
হাওরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাহবুবুর রহমান বলেন, “হাওরের মানুষ সহজ-সরল ও অসাম্প্রদায়িক। এখানে হিন্দু-মুসলমান শত শত বছর ধরে সম্প্রীতির বন্ধনে বসবাস করছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে হাওরবাসীর জীবনমান উন্নয়নে সুদূরপ্রসারী ‘হাওর নীতিমালা’ প্রণয়ন করবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি ও আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৫০:০৭ ২৬১ বার পঠিত