সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ‎আগামী বছর বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনে সহযোগিতা করতে চায় তার দেশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন ব্রিটিশ হাইমিশনার সারাহ কুক।

‎এর আগে ‎সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সারাহ কুক।

এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সারাহ কুক বলেন, আগামী বছরে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য।

সংসদ নির্বাচনে সহায়তা করবে তার দেশ বিশেষ করে ‘সিভিক অ্যাডুকেশন’ ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে সহযোগিতা করার কথা জানান ব্রিটিশ হাইকমিশনার।

মূলত বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য কীভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:২৯:০৯   ২১ বার পঠিত