দেশকে বাঁচাতে নির্বাচনের বিকল্প নেই : আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশকে বাঁচাতে নির্বাচনের বিকল্প নেই : আমীর খসরু
বুধবার, ১ অক্টোবর ২০২৫



দেশকে বাঁচাতে নির্বাচনের বিকল্প নেই : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ বলেছেন, ‘দেশকে বাঁচাতে হলে নির্বাচনের বিকল্প নেই। পিআর পদ্ধতি কেউ চাইতেই পারে। চাওয়ার অধিকার সবার আছে। কেউ যদি কিছু চাই, সেটি বিএনপির দেওয়ার কিছু নেই।
আমরা যেখানে ঐকমত্য হয়েছি, তার বাইরে কেউ কিছু চাই তাহলে তাদের আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে আইন পাসের মধ্য দিয়ে করতে হবে। তা না হলে কিছু করার সুযোগ নেই।’

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মহানবমীতে মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘দেশের মানুষ নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছে।
দেশে নির্বাচিত সরকার না থাকলে রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্ক থাকে না। এ জন্য আমরা আজ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।’

দেশের বহু শিল্প-কারখানা বন্ধ হওয়া প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ বলেন, ‘বিএনপি বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। নির্বাচনে দেশের জনগণ আমাদের পক্ষে রায় দিলে ১৮ মাসে দেশে ও দেশের বাইরে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তা-ও সম্পন্ন করা হয়েছে’ বলে তিনি উল্লেখ করেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুর রউফ, পৌর বিএপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩১:২৪   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে আপস হয়নি, হবে না: ইশরাক
জনগণের কাছে আ. লীগের গ্রহণযোগ্যতা নেই : প্রেসসচিব
প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর
জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত আমির
আরও রক্ত দিয়ে হলেও পরিবর্তনকে সফল করা হবে: গোলাম পরওয়ার
নৌবাহিনীর হেডকোয়ার্টারে জুমার নামাজ আদায় করলেন তারেক রহমান
জাপাকে নির্বাচনে সুযোগ দিলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি
হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার অত্যন্ত সিরিয়াস: নৌ উপদেষ্টা
নিরপেক্ষ নির্বাচন গণমানুষের আকাঙ্ক্ষা : সালাহউদ্দিন আহমদ
চায়না জালে বন্দি সরিষাবাড়ীর মৎস্য সম্পদ, নেই কোন প্রতিকার !

News 2 Narayanganj News Archive

আর্কাইভ