
মারা গেলেন পদ্মবিভূষণ প্রাপ্ত সংগীতশিল্পী ছন্নুলাল মিশ্র। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এই কিংবদন্তি বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বুধবার রাতে ছন্নুলাল মিশ্রের স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মেয়ে নম্রতা মিশ্র পিটিআইকে জানান, ‘গত ১৭-১৮ দিন ধরে বয়সজনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।’
এক্স-এ পোস্ট করা এক শোকবার্তায় নরেন্দ্র মোদি জানান, ‘তিনি ভাগ্যবান যে তিনি সর্বদা তার স্নেহ ও আশীর্বাদ পেয়েছেন।’
১৯৩৬ সালে আজমগড়ে জন্ম নেয়া ছন্নুলাল মিশ্র হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন দিকপাল হয়ে ওঠেন। তিনি ২০২০ সালে পদ্মবিভূষণ এবং ২০১০ সালে পদ্মভূষণ লাভ করেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৬ ৮৩ বার পঠিত