
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিয়া আল-হেরা মহিলা মাদ্রাসার বার্ষিক কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিনব্যাপী মাদ্রাসার মিলনায়তনে এই মনোজ্ঞ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আতাউর রহমান। তিনি প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবিউল ইসলাম জিএস, হাফেজ মাওলানা আমিনুল্লাহ, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি মাহদী হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। ধর্মীয় আবহে শিক্ষার্থীদের মেধা বিকাশের এই আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৯:৩০:৩৪ ১১৬ বার পঠিত