শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়

প্রথম পাতা » খেলাধুলা » শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়

বার্সেলোনার মাঠে গিয়ে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। প্রথমে তোরেস বার্সেলোনাকে এগিয়ে দেয়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরে পিএসজি। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ফরাসি ক্লাবটিকে জয় এনে দেন পর্তুগিজ স্ট্রাইকার রামোস। তাতে ২-১ গোলের জয় পায় পিএসজি।

প্রতিপক্ষের মাঠে খেলা হলেও এদিন বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচে ৫৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৫টি শট নেয় তারা। অপরদিকে, বার্সেলোনার খেলোয়াড়রা নেয় ১২টি শট।

ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। ডি-বক্সে রাশফোর্ডের ক্রস করা বল চমৎকারভাবে স্লাইড করে বল জালে পাঠান ফেরান তোরেস। ৩৮তম মিনিটে সমতায় ফেরে পিএসজি। নুনো মেন্ডেসের দারুণ পাস পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তরুণ ফরাসি তারকা মায়ুলু। সমতাতে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। দ্বিতীয় হাফে তেমন কোনো সুযোগই করতে পারেনি বার্সেলোনা। তবে গোলেরও দেখা পাচ্ছিল না পিএসজি। মাঝে বার্সেলোনার দুইটি শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন পিএসজির দুই ডিফেন্ডার।

একের পর এক আক্রমণে বার্সেলোনাকে চেপে ধরা পিএসজি এগিয়ে যায় ৯০তম মিনিটে। হাকিমির ক্রস ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন গনকালো রামোস। তাতে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়।

এদিকে রাতের আরেক ম্যাচে জার্মান ক্লাব ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হেরেছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিক বিলবাও। জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২৬   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথমবারের মতো রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট
তুর্কির সঙ্গে ড্র করে বিশ্বকাপের টিকিট পেল স্পেন
অবিশ্বাস্য জয়ে তিন দশক পর বিশ্বকাপে স্কটল্যান্ড
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান
মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
লিথুয়ানিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে হলান্ডের নরওয়ে
৩২ দল পেল বিশ্বকাপের টিকিট, অপেক্ষা আরও ১৬ দলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ