
বর্তমান সময়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব যখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সংকটময় সময়ে নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। তিনি নগরবাসীর সেবায় চারটি ফগার মেশিন, প্রয়োজনীয় কেমিক্যাল, নয়জন স্বেচ্ছাসেবক এবং সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা চালু করেছেন।
রবিবার (৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ও ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল পরিদর্শনকালে এ উদ্যোগের ঘোষণা দেন তিনি।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমরা অতীতেও নারায়ণগঞ্জের মানুষের পাশে ছিলাম। করোনাকালে ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে খাবার ও ওষুধ পৌঁছে দিয়েছি। সুপেয় পানির সংকটে ব্যক্তিগত অর্থায়নে গভীর নলকূপ স্থাপন করেছি। শহরের ট্রাফিক সমস্যা নিরসনে প্রশাসনকে সহযোগিতা করেছি। আমাদের লক্ষ্য একটাই এই শহরকে বাসযোগ্য করে গড়ে তোলা।
তিনি আরও জানান, তার সমর্থকরা যেন নিজ নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখেন সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকরা মনে করছেন, এই উদ্যোগ বর্তমান প্রেক্ষাপটে নারায়ণগঞ্জবাসীর জন্য একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ। এটি শুধু ডেঙ্গু মোকাবিলায় নয়, বরং নগরীর জনস্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাশার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, কৃষক দল সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩৭ ৫৪ বার পঠিত