
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাক্সিনেশন বিষয়ে স্কাউট ও গার্লস গাইডদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল , ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিসেফ বাংলাদেশ-এর অর্থায়নে এই ওরিয়েন্টেশন কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ প্রতীক সেন, জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা এবং রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক। এছাড়াও গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মিজ অনসূয়া বড়ুয়া ভিডিও কলের মাধ্যমে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন৷
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর, ২০২৫ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
টিকাদান ক্যাম্পেইনে কীভাবে স্কাউট ও গার্লস গাইডরা ভূমিকা রাখবে, কীভাবে টাইফয়েডকে প্রতিহত করা যায়, টাইফয়েডের বিস্তারিত বিষয়াবলি, জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করণ ইত্যাদি বিষয় নিয়ে রিসোর্স পার্সনরা আলোচনা করেন৷
পরিশেষে সকলের সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে টাইফয়েডমুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করে কর্মশালার সমাপ্তি ঘোষণা হয়। উল্লেখ্য, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা উল্লিখিত সময় থেকে প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ২২:২৯:০০ ২৫ বার পঠিত