দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে দিলো ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে দিলো ব্রাজিল
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫



দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে দিলো ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল ব্রাজিল। রদ্রিগো ও এস্তেভাওয়ের জোড়া গোলে সেলেসাওরা ৫-০ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে। দলের হয়ে পঞ্চম গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।

শুক্রবার সিওল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই স্বাগতিকদের ওপর আধিপত্য বিস্তার করে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের ১৩ মিনিটেই ব্রুনো গুইমারেসের রক্ষণচেরা পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তরুণ তুর্কি এস্তেভাও।

বিরতির ঠিক আগে,দলগত বোঝাপড়ার এক অনবদ্য প্রদর্শনীতে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ভিনিসিয়ুস ও কাসেমিরোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দর্শনীয় এক শটে কোরিয়ার জালে বল জড়ান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র দুই মিনিটের ঝড়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় দক্ষিণ কোরিয়া। ৪৭ মিনিটে রক্ষণের ভুলে নিজের দ্বিতীয় গোলটি করেন এস্তেভাও। এর ঠিক দুই মিনিট পর ভিনিসিয়ুসের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের ৪-০ গোলের লিড নিশ্চিত করেন রদ্রিগো।

ম্যাচের ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দলের পঞ্চম ও শেষ গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাথুস কুনহার লম্বা পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করে তিনি ব্রাজিলের বিশাল জয় নিশ্চিত করেন। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ পিছিয়ে থাকা কোরিয়া এদিন মাঠের লড়াইয়ে ব্রাজিলের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

বল পজিশন অনেক এগিয়ে ছিল ব্রাজিল। প্রায় ৫৯ শতাংশ বল দখলে রাখে অতিথিরা। স্বাগতিক মুখী তাদের শট ছিল ১৪টি। গোলের জন্য ৭টি। বড় সুযোগ তৈরি করেছিল চারটি। বিপরীতে দক্ষিণ কোরিয়া ঢের পিছিয়ে ছিল। তারা ব্রাজিল মুখে মোট ৪টি শট নেয়। গোলমুখে মাত্র একটি। বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।

তিন দিন বিরতির পর ১৪ অক্টোবর টোকিওতে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচ।

বাংলাদেশ সময়: ২২:১৪:০১   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে দিলো ব্রাজিল
লড়াই করে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হার
চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
আফগানদের ১৪৩ রানে আটকাল বাংলাদেশ
বার্সার জালে সেভিয়ার এক হালি গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ