জার্মানদের আক্রমণের ঝড়ে উড়ে গেলো লুক্সেমবার্গ

প্রথম পাতা » খেলাধুলা » জার্মানদের আক্রমণের ঝড়ে উড়ে গেলো লুক্সেমবার্গ
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



জার্মানদের আক্রমণের ঝড়ে উড়ে গেলো লুক্সেমবার্গ

একের পর এক আক্রমণে লুক্সেমবার্গকে যেন শুরু থেকেই কোণঠাসা করে ফেলে জার্মানি। ম্যাচের শুরুতেই দারুণ এক ফ্রি কিকে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার ডেভিড রাউম। এরপর যেন আরও ভয়ংকর হয়ে উঠলো তারা। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

ঘরের মাঠে শুক্রবার (১০ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচে জোড়া গোল করেন জসুয়া কিমিখ। আরেকটি গোল করেন সের্গে জিনাব্রি। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠলো জার্মানি।

একই রাতে গ্রুপের আরেক ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে স্লোভাকিয়া। এই হারে গ্রুপের তিন নম্বরে নেমে গেছে দলটি। আগের মতো দ্বিতীয় স্থানেই আছে নর্দান আয়ারল্যান্ড। এই তিন দলেরই পয়েন্ট সমান ৬ করে।

সাম্প্রতিক সময়ে ছন্দ খুঁজে ফিরছিল জার্মানি, র‍্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে তিন ধাপ পিছিয়ে নেমে গেছে ১২ নম্বরে। তবে শক্তিতে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষ পেয়ে আক্রমণাত্মক ফুটবলে, গোল উৎসব করে সেরা রূপে ফেরার আভাস দিল দলটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠায় জার্মানি। তবে ভিএআরে দেখা যায়, জিনাব্রির শটে বল নিক ভল্টামাডার হাতের পেছন দিকে লেগে জালে জড়ায়। যে কারণে সেটি গোল হয়নি।

তার ৮ মিনিট পরই দলকে এগিয়ে দেন ডেভিড রাউম। প্রায় ২৫ গজ দূর থেকে তার বাঁকানো ফ্রি কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয় বল। ২০তম মিনিটে একসঙ্গে জোড়া ধাক্কা খায় সফরকারীরা। ডি-বক্সে ‘ইচ্ছাকৃত’ হ্যান্ডবল করায় সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার কার্লসেন এবং পেনাল্টি পায় জার্মানি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জসুয়া কিমিখ।

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটেই দুটি গোল করে জার্মানি। ৪৮তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলের তৃতীয় গোলটি করেন জিনাব্রি। এর দুই মিনিট পর গোলমুখে টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন বায়ার্ন ডিফেন্ডার কিমিখ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছড়ে জার্মানি।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩৭   ৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জার্মানদের আক্রমণের ঝড়ে উড়ে গেলো লুক্সেমবার্গ
আজারবাইজানকে হারিয়ে বিশ্বকাপে এক পা ফ্রান্সের
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে দিলো ব্রাজিল
লড়াই করে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হার
চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ