সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



ইসরায়েল থেকে মুক্তি পেল ১ হাজার ৯৬৮ ফিলিস্তিনি, ‘মাইলফলক’ বলল হামাস

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার প্রায় দুই হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।

দেশটির কারা পরিষেবার এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের বিভিন্ন কারাগার থেকে মোট এক হাজার ৯৬৮ জন সন্ত্রাসীকে ওফার ও কৎজিওত কারাগারে স্থানান্তর করা হয়েছিল।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ওইসব বন্দিদের ওফার কারাগার থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এবং কৎজিওত কারাগার থেকে কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হয়েছে।’

হামাস এই ব্যাপক মুক্তিকে ফিলিস্তিনি সংগ্রামের ‘ঐতিহাসিক জাতীয় মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা আমাদের মুক্তিপ্রাপ্ত বন্দিদের, তাদের সাহসী পরিবারদের এবং আমাদের গর্বিত ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানাই। দখলদার শক্তির কারাগার থেকে এই মুক্তি আমাদের স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে এক উজ্জ্বল জাতীয় মাইলফলক।’

এই এক হাজার ৯৬৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায়, যা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে কার্যকর হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৪   ৪৫০ বার পঠিত