বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

সনদে স্বাক্ষর না করলে কালোমেঘে ছেয়ে যাবে দেশের আকাশ: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সনদে স্বাক্ষর না করলে কালোমেঘে ছেয়ে যাবে দেশের আকাশ: রিজভী
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



সনদে স্বাক্ষর না করলে কালোমেঘে ছেয়ে যাবে দেশের আকাশ: রিজভী

রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালোমেঘে ছেয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীচরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এক পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি৷

অভিযোগ করে রিজভী বলেন, ‘গণভোট নিয়ে অহেতুক বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে।’

গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি৷

গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ তাদের ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৯   ২৫২ বার পঠিত