মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সফলতম দল আর্জেন্টিনা। প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে, ২০০৭ সালের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি আকাশী-সাদা জার্সিধারীরা। অবশেষে অপেক্ষার প্রহর কাটলো। দীর্ঘ ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিলো আর্জেন্টিনা। সেমিফাইনালে কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা। এই ম্যাচে আলবিসেলেস্তেদের জয়ের নায়ক লিওনেল মেসির এক সতীর্থ।

দীর্ঘ ২০ বছর আগে আর্জেন্টিনা সবশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসির জাদুতে। এরপর আর মাত্র একবারই ফাইনাল খেলেছে তারা। আরও একবার বিশ্বকাপ জেতার দ্বারপ্রান্তে আর্জেন্টিনার যুবারা। আর সেখানেও জড়িয়ে গেল মেসির নাম। দীর্ঘ ১৮ বছরের খরা ঘুচিয়ে আলবিসেলেস্তেরা যে ফাইনালে উঠেছে মেসিরই সতীর্থের একমাত্র গোলে। ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে খেলা মাতেও সিলভেত্তির গোলেই যে হার্ডলস পার হলো আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মারতিনেজ প্রাদানোসে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোলটি করেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি।

কলম্বিয়ার বিপক্ষে সিলভেত্তি গোলটি করেন ম্যাচের ৭২ মিনিটে। গোলটি ছিল দারুণ এক দলীয় প্রচেষ্টার ফসল। আর্জেন্টিনার অর্ধেই গড়ে ওঠে আক্রমণ। এরপর নিজেদের অর্ধ থেকেই ৩০-৪০ গজ দৌড়ে নিখুঁত পাস বাড়ান বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। সেই পাস ডান পায়ের বুটের ডগার ছোঁয়ায় জালে পাঠান ১৯ বছর বয়সী সিলভেত্তি।

চলতি আসরের নকআউট পর্বে আর্জেন্টিনার খেলা তিন ম্যাচেই গোল পেলেন এই ইন্টার মায়ামি ফরোয়ার্ড। শেষ ষোলোয় নাইজেরিয়া ও কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষেও গোল করেছিলেন তিনি। আসরে তার গোলের সংখ্যাও তিনটি।

বাংলাদেশ সময় সোমবার (২০ অক্টোবর) ভোরে ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। আরেক সেমিফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত সময়ের খেলায় দুইদল ১-১ গোলের সমতায় শেষ করে। ৩২ মিনিটে লিসান্দ্রু পিয়েরে ওলমেতার গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলাস লায়নরা। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ফরাসিদের সমতায় ফেরান লুকাস মিচেল।

টাইব্রেকারে মরক্কোর নেয়া ছয় শটের মধ্যে শুধু মোহামেদ হামোনি মিস করেন, কিন্তু ফ্রান্সের গাদি বেয়ুকু ও দিজলিয়ান এনগুয়েসেন মিস করায় হারতে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩২   ২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো
রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের
ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড
ইসরাইলের বিপক্ষে ইতালির সহজ জয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের
প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা
১৩ কোটি টাকার দুই টার্ফ উদ্বোধন, ফিফা সেন্টার নিয়ে উপদেষ্টার আশ্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ