জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন যে আগামীকাল ঐতিহাসিক জুলাই জাতীয় সড়ক ২০২৫ স্বাক্ষরের মধ্য দিয়ে একটি উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, ‘দুইটা কাজ আমাদের পাশাপাশি চলবে, একটা হচ্ছে জুলাই সনদ কি করে আমাদের জাতির ভাগ্যের পরিবর্তন আনবে সেটা (সনদ) আগামীকাল স্বাক্ষর হওয়ার পরও মানুষের জন্য কতগুলো ‘কমিউনিকেশন ম্যাটেরিয়াল’ তৈরি করা, পাশাপাশি একটা উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘এত মাস ধরে রাজনৈতিক দলগুলো নানা রকম একমত, ভিন্নমত নিয়ে একসাথে বসে গল্প করেছে তর্ক বিতর্ক করেছে এবং সবশেষে একটা চূড়ান্ত সনদে একমত হয়েছে, এটা বাংলাদেশে তো বিরল ঘটনা বটেই পাশাপাশি আমাদের ইতিহাসের এটা একটা অন্য জায়গায় থাকবে। যে বিষয়গুলোতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই একমত হয়েছেন সে বিষয়গুলো যদি বাস্তবায়ন করা যায় তবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তন আসবে।’

জুলাই সনদ নিজেই সবথেকে বড় আয়োজন মন্তব্য করে তিনি আরো বলেন, কারণ এই সনদটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে কালকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়াবো। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সেখানে থাকবেন, তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। এটা একটা ম্যাসিভ আয়োজন।

সনদ স্বাক্ষরের অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, এই আয়োজনের শহরের সকল শ্রেণী পেশার মানুষ আমন্ত্রিত থাকবেন। আমরা ছোট্ট একটি ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এখানে আসলাম ও এবং জুলাই সনদ আসলে আমাদের কী দেবে। সনদের অনেকগুলো ধারা আছে এবং এগুলো মানুষের কাছে পৌঁছানো একটা গুরুত্বপূর্ণ কাজ।

তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ আগামীকাল শেষ হবে না বরং শুরু হবে, কেনোনা গত আট মাস ধরে আমরা ১৬ বছর দুঃশাসনের নানা দিক নিয়ে নানা ডকুমেন্টারি করেছি যা গতানুগতিক সরকারি ডকুমেন্টারি মত না। এবং এই ভিডিওগুলোর রিচ অবিশ্বাস্য। কাজগুলো করতে আমাদের প্রায় ৮-৯ মাস লেগেছে। আমি নিশ্চিত আমরা নির্বাচনের আগে যে কয়দিন আছি এই জুলাই সনদ আমাদের মানুষের ভাগ্যে কী পরিবর্তন আনবে সেটা সেটা যেন মানুষ বুঝতে পারে সেটা নিয়ে আমরা ‘কমিউনিকেশনাল ম্যাটেরিয়াল’ তৈরি করব যাতে মানুষ তা বুঝতে পারে।

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সাংবাদিক মনির হায়দার।

এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড আলী রীয়াজ। এতে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য -বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া।

উল্লেখ্য, ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল (১৭ অক্টোবর) বিকেল চারটায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৬   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাঠপর্যায়ে পাটবীজ সরবরাহ জোরদারের লক্ষ্যে বাকৃবিতে বিএডিসির বিশেষ কর্মশালা
টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বন্দরে ইউএনও ও ওসির বিদায় সংবর্ধনা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া
প্রতিটি দেশের সরকারপ্রধান খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন: এ্যানি
দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু
গত ১৬-১৭ বছরে চাকরি–ব্যবসায় বৈষম্যের শিকার তরুণরা: মাসুদুজ্জামান
৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম-ওলামাদের ক্ষমতায় আসার : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ