
শোবিজ দুনিয়ায় দীর্ঘসময় ধরে চলছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। নেটিজেনদের মধ্যেও তা নিয়ে জল্পনা- কল্পনা তুঙ্গে। এমন সময়ই সোশ্যাল মিডিয়ায় গর্ভবতী হওয়া প্রসঙ্গে মন্তব্য করেছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন সোনাক্ষী। ক্যাপশনে জানান, মিডিয়ার সৌজন্যে গর্ভবতী হওয়ার বিশ্বরেকর্ড গড়ার কথা। এ প্রসঙ্গে স্বামী, অভিনেতা জহির ইকবালের প্রতিক্রিয়াও জানান এ অভিনেত্রী।
সোনাক্ষী বলেন,
মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!
কারণ জানিয়ে সোনাক্ষী আরও বলেন,
শুধু একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম, আর সেটিই ভুল ব্যাখ্যা করে সংবাদে রূপ নিয়েছে।
এদিকে বুধবার (১৫ অক্টোবর) তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে স্বামীর সঙ্গে যোগ দিয়েছিলেন সোনাক্ষী। অনুষ্ঠানে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন তিনি।
ওই অনুষ্ঠানের একটি মুহূর্তে দেখা যায়, মূল আয়োজনের প্রবেশপথে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জহির মজা করে বলে ওঠেন ‘দেখো, সামলে’। তখনই হেসে ফেলেন এ তারকা দম্পতি।
এ রসিকতাতেই মা হওয়ার গুঞ্জনে পানি ঢেলে দেন সোনাক্ষী-জহির। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন, এখনই মা-বাবা হওয়ার কোনো পরিকল্পনা নেই এ তারকা দম্পতির।
বাংলাদেশ সময়: ১৬:০৩:১০ ২১৯ বার পঠিত