
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, “আমরা এখনও নিশ্চিত নই, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকেই হয়েছে। বিভিন্ন সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত শেষ হলে আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।”
তিনি আরও জানান, আগুন লাগার সময় ১৫টি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছিল। বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে সব যাত্রীকে পরদিন বিকেল ৪টার মধ্যে তাদের নির্ধারিত গন্তব্যে পাঠানো সম্ভব হয়েছে।
বেবিচক চেয়ারম্যান বলেন, “আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশন, পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা যৌথভাবে তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই বিস্তারিত জানানো হবে।” বেবিচকের চেয়ারম্যান আরও বলেন, “ঘটনাটি আমাদের জন্য বড় শিক্ষা। ভবিষ্যতে কার্গো এলাকায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।”
আগুন নিয়ন্ত্রণে আসার পর মঙ্গলবার সকাল থেকেই বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজে প্রবেশ এখনো সীমিত রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে সাধারণ প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।
উল্লেখ্য, গত সোমবার রাতে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত না হলেও বিপুল পরিমাণ আমদানি পণ্য ও দাপ্তরিক কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশ সময়: ১৬:০৯:০০ ২২ বার পঠিত