‘গোলমেশিন’ হল্যান্ডের জোড়ায় শীর্ষে ম্যান সিটি

প্রথম পাতা » খেলাধুলা » ‘গোলমেশিন’ হল্যান্ডের জোড়ায় শীর্ষে ম্যান সিটি
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



‘গোলমেশিন’ হল্যান্ডের জোড়ায় শীর্ষে ম্যান সিটি

জাতীয় দল কিংবা ক্লাব আর্লিং হল্যান্ড যেন অপ্রতিরোধ্য। আগের ম্যাচে নরওয়ের হয়ে হ্যাটট্রিক করা ‘গোলমেশিন’ এবার আন্তর্জাতিক বিরতির পর ম্যানচেস্টার সিটিকে জেতালেন জোড়া গোল করে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ হল্যান্ডের জোড়া গোলে এভার্টানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।

দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষে উঠে এল ম্যান সিটি। ৮ ম্যাচে ৫ জয়, ১ ড্র ও ২ হারে পেপ গার্দিওলার দলের অর্জন ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আর্সেনাল। ১১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে এভার্টন।

ঘরের মাঠ ইতিহাদে প্রিমিয়ার লিগে শেষ আট ম্যাচের ৭টিতেই জয় পায় ম্যান সিটি। এভার্টনের বিপক্ষেও একচ্ছত্র আধিপত্য ছিল গার্দিওলার দলের। ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। যেখানে মোট পাঁচটি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে এভার্টন।

প্রথমার্ধে আক্রমণের পসরা সাজিয়েও গোল পায়নি ম্যান সিটি। দুই দলের গোলকিপার জর্ডান পিকফোর্ড ও জিয়ানলুইজি ডোনারুম্মা বেশ কয়েকটি দারুণ সেভ করেন। রক্ষণ সামলে দারুণ দুটি প্রতিআক্রমণে গোলের সুযোগ পেয়েছিল এভার্টন। তবে সফরকারী দলের ফরোয়ার্ড বেটো দলকে এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন। সুযোগ এসেছিল সিটিরও। তবে প্রথমার্ধে জাল খুঁজে নিতে ব্যর্থ হয় তারাও।

দ্বিতীয়ার্ধে দ্রুতই প্রথম গোল পেয়ে যায় সিটি। ও’রেইলির ক্রস থেকে হেড থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন হল্যান্ড। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি নরওয়েজিয়ান তারকা ফরোয়ার্ডের ১০ নম্বর গোল।

৬১ মিনিটে পেনাল্টি পেতে পারত এভার্টন। এভার্টনের মিডফিল্ডার জেমস গার্নারের একটি শট বার্নার্দো সিলভার হাতে লাগে। তবে ভার চেক করে রেফারি পেনাল্টি সিদ্ধান্ত না দিলে হাঁফ ছেড়ে সিটি।

দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুন করা গোলটি করে জোড়া গোল পূর্ণ করেন হল্যান্ড। সাবিনহোর নিঁখুত এক ব্যাক পাস এভার্টনের ডিফেন্ডার তারকোভস্কির পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে এ নিয়ে ১৩ ম্যাচে ২৩ গোল হলো তাঁর।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৬   ২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


‘গোলমেশিন’ হল্যান্ডের জোড়ায় শীর্ষে ম্যান সিটি
নটিংহ্যামের হতাশা বাড়িয়ে সহজ জয় চেলসির
রোমাঞ্চকর জয়ে রিয়ালকে হটিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
হৃদয়-অঙ্কনদের টেস্ট ব্যাটিংয়ের পর রিশাদ ঝড়ে দুইশ পার বাংলাদেশের
ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো
রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ