
লিভারপুলের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় দিয়ে আন্তর্জাতিক বিরতিতে যায় চেলসি। দু’সপ্তাহ পর ফিরে আবার জয় দিয়েই শুরু করল ব্লুজরা। বিপরীতে নটিহ্যাম ফরেস্টের দায়িত্ব নিয়ে এখনও দলকে জয়ের মুখ দেখাতে পারলেন না অ্যাঞ্জো পোস্তেকোগলু।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে চেলসি। সবক’টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। জশ আচেমপোংয়ের গোলের পর পেদ্রো নেতোর গোলে ব্যবধান দ্বিগুন করে এঞ্জো মারেস্কার দল। শেষদিকে চেলসির তৃতীয় গোলটি আসে রেসে জেমসের নৈপুণ্যে।
এ জয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে চেলসি। ৮ ম্যাচে ৪ জয়, ২ হার ও ২ ড্রয়ে ক্লাবটির সংগ্রহ ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৮ ম্যাচে মাত্র এক জয় নিয়ে ১৭ নম্বরে নটিংহ্যাম ফরেস্ট।
ফরেস্টের মাঠ সিটি গ্রাউন্ডে বল দখলে চেলসির সঙ্গে সমানে সামনেই লড়েছে স্বাগতিকরা। তবে আক্রমণেই পিছিয়ে ছিল তারা। ৫২ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে চেলসি। আর ৯টি শট নেওয়া ফরেস্টের গোলমুখে শট ছিল কেবল দুটি।
অবশ্য প্রথামার্ধে হতাশাজনক পারফরম্যান্সই ছিল চেলসির। ফরেস্টের হাই প্রেসিং চেলসিকে ভুল পাস খেলতে বাধ্য করে। প্রথামার্ধের শেষদিকে দলকে লিড এনে দেওয়ার সুযোগ পেয়েছিলেন আন্দ্রে সান্তোস। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হাফ-ভলি গোলপোস্টের নাগাল পায়নি।
বিরতির চার মিনিট পরই প্রথম গোল পেয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে আক্রমণে উঠে সফরকারীরা। নেতোর চমৎকার এক ক্রস থেকে হেডে জাল কাঁপান আচেমপোং। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে চেলসি। প্রথম গোলের যোগানদাতা নেতো এবার গোলদাতার ভূমিকায়। ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ উইঙ্গার।
দু’দফা পিছিয়ে পড়ার পর দারুণ কিছু গোলের সুযোগ তৈরি করে ফরেস্ট। তবে জালের দেখা আর পাওয়া হয়নি পোস্তেকোগলুর দলের। উল্টো ৮৪ মিনিটে ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। কর্নার থেকে আসা বল ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন ফরেস্ট গোলকিপার মাৎজ সেলস, বল পেয়ে যান জেমস। দারুণ এক ভলিতে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি ইংলিশ ফুল-ব্যাক।
৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির ফরাসি মিডফিল্ডার মালো গুস্তো। তবে দিকে ১০ জনের দলের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয় ফরেস্ট।
ফরেস্টের ডাগ-আউটের দায়িত্ব নিয়ে এ নিয়ে আট ম্যাচের একটিতেও জয় পেলেন না পোস্তেকোগলু। অধীনে। এটি ফরেস্টের শত বছরের বেশি সময়ের ইতিহাসে কোনো কোচের সবচেয়ে বাজে শুরু এটি।
বাংলাদেশ সময়: ২৩:৫১:২০ ১৫ বার পঠিত