নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম

প্রথম পাতা » চট্টগ্রাম » নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫



নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম

দেশে শান্তি, ন্যায় ও নীতি-আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের উদ্যোগে নগরীর কচুয়া চৌমুহনীতে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘দেশে টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন নৈতিক নেতৃত্ব ও জবাবদিহিমূলক প্রশাসন। জনগণ চায় এমন বাংলাদেশ, যেখানে সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।’

তিনি আরও বলেন, দল বা নেতৃত্বের পরিবর্তনের চেয়ে বড় বিষয় হলো চিন্তাধারা ও নৈতিকতার পরিবর্তন। সৎ, যোগ্য ও আদর্শবান নাগরিক তৈরি হলে বাংলাদেশ হবে একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র।

দেশের উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও সুশাসন নিশ্চিত করতে নাগরিকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নীতি ও আদর্শের ভিত্তিতে দেশের অগ্রযাত্রায় সবাইকে অংশগ্রহণ করতে হবে।

সমাবেশে মুফতি ফয়জুল করীম কুমিল্লা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হারুনুর রশিদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি এম এম বিল্লাল হোসাইন এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি এনামুল হক মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মহানগর উপদেষ্টা আলহাজ কামরুল হাসান খান খোকন এবং সদর দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা নুর হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মুফতি ফয়জুল করীমের নেতৃত্বে দেশ ও জাতির অগ্রগতি, স্থিতিশীলতা ও শান্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৫   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত
১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
মায়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই নৌকাসহ আটক ২২
আস্থাহীনতা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই : দেবপ্রিয় ভট্টাচার্য
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
রাঙামাটিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার শুভলং বাজারে গণসংযোগ
আমন সংগ্রহে কোনো রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - খাদ্য উপদেষ্টা
প্রয়োজনে ৩০০ ভোট পাব তবু চাঁদাবাজদের কাছে মাথানত করব না : হাসনাত আব্দুল্লাহ
পদোন্নতি জটিলতায় ৩২ হাজার শিক্ষক: গণশিক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ