যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ কয়েকজন

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ কয়েকজন
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ কয়েকজন

পেনসিলভানিয়ার লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। তাদের অবস্থা এখনও জানা যায়নি। শনিবার (২৫ অক্টোবর) রাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে মোট সাতজন গুলিবিদ্ধ হন।

সংবাদ সম্মেলনে চেস্টার কাউন্টির জেলা অ্যাটর্নি ক্রিস্টোফার জানান, ‘আমরা গভীর দু:খের সাথে জানাচ্ছি যে, শনিবার রাতে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।’ তবে আহতদের অবস্থার বিস্তারিত বিবরণ দেননি তিনি।

জেলা অ্যাটর্নি বলেন, বন্দুক বহনকারী একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তকারীরা এখনও তথ্য সংগ্রহ করছেন বলেও উল্লেখ করে তিনি বলেন।

তিনি বলেন, ঠিক কী ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে খুব বেশি উত্তর নেই। আমরা এখনও জানার চেষ্টা করছি।

এদিকে, স্থানীয়, রাজ্য এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। অ্যাটর্নির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুলি চালানোর ঘটনা যারা দেখেছে বা শুনেছে তাদের এফবিআইয়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, পরিস্থিতি খুব ঘোলাটে বলে মন্তব্য করেছেন পেনসিলভানিয়া রাজ্য পুলিশের একজন মুখপাত্র। এর বেশি কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি।

পরিস্থিতি সম্পর্কে পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বলেন, ‘আজ রাতে লিংকন বিশ্ববিদ্যালয়ে গুলি চালানোর ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে, এবং আমার প্রশাসন রাষ্ট্রপতি অ্যালেন এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে আমাদের পূর্ণ সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে।’

লিঙ্কন বিশ্ববিদ্যালয় ফিলাডেলফিয়া থেকে প্রায় ৫৫ মাইল পশ্চিমে অবস্থিত। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে যে, এটি দেশের প্রথম ডিগ্রি প্রদানকারী ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয়।

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ১৫:১৪:১৯   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পের গাজা পরিকল্পনা: কঠিন পরীক্ষার মুখোমুখি পাক সেনাপ্রধান মুনির
বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপিত
বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন
বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন
যথাযোগ্য মর্যাদায় রোমে মহান বিজয় দিবস উদ্‌যাপিত
সৌদি আরবে মহান বিজয় দিবস উদ্‌যাপিত
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সীমান্তবর্তী প্রদেশে কারফিউ জারি করল থাইল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ