
জামালপুর প্রতিনিধি : “বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি”— সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি আবেগঘন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই বিশাল মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌর এলাকার শিমলা বাজার সুমন ফার্মেসিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পরে বিশাল মিয়ার ঝুলন্ত মরদেহ তার পরিবার কর্তৃক ইস্পাহানি মহল্লায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত বিশাল মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেরামজানি গ্রামের ভ্যানচালক সাগর মিয়ার ছেলে। বর্তমানে সে পরিবারসহ সরিষাবাড়ী পৌর এলাকার ইস্পাহানি মহল্লায় বসবাস করত। বিশাল সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং শিমলা বাজারের সুমন ফার্মেসিতে কর্মরত ছিল।
নিহতের বাবা সাগর মিয়া জানান, লক্ষাধিক টাকা মূল্যের একটি নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় মান-অভিমানে তার ছেলে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বিশাল তার কর্মস্থল ফার্মেসির মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
এই অকাল মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধুবান্ধব ও শিমলা বাজারের ব্যবসায়ীরা বিশালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১১:৩৫:৩৭ ১৪২ বার পঠিত