
জামালপুর প্রতিনিধি : জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সালিমা তালুকদার আরুনীর একাধিক সমর্থকের ওপর হামলা, মারধর, বসতবাড়িতে ভাঙচুর এবং আতশবাজি ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এই হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে সোমবার (২৭ অক্টোবর) রাতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি জগন্নাথগঞ্জ ঘাট থেকে শুরু হয়ে দৌলতপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুজ্জামান তালুকদার বাবুর বাড়িতে গিয়ে শেষ হয়।
সমাবেশে ভুক্তভোগী সুলতান আহমেদ, তারা মিয়া, উজ্জ্বল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা অভিযোগ করেন, স্থানীয় আবুল কালাম, মুকুল মিয়া, আনিছ, সুরুজ মিয়া, শাহীন মিয়া, সোহাগ মিয়া সহ আরও অন্তত ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি পরিকল্পিতভাবে দুটি পৃথক হামলা চালিয়েছে। বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এছাড়া, বক্তারা অভিযোগ করেন যে অভিযুক্ত আব্দুল খালেক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবুকে হত্যার হুমকি দিয়ে “তার রক্ত দিয়ে গোসল করা হবে” — এমন ভয়াবহ বক্তব্য দিয়েছে। ভুক্তভোগীরা তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন।
এদিকে, পৃথক দুটি হামলা ও হুমকির ঘটনায় ভুক্তভোগী সুলতান আহমেদ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার আবেদন করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫২ ৯ বার পঠিত