সরিষাবাড়ীতে বিএনপি সমর্থকের ওপর হামলা: বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপি সমর্থকের ওপর হামলা: বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



সরিষাবাড়ীতে বিএনপি সমর্থকের ওপর হামলা: বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সালিমা তালুকদার আরুনীর একাধিক সমর্থকের ওপর হামলা, মারধর, বসতবাড়িতে ভাঙচুর এবং আতশবাজি ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

​এই হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে সোমবার (২৭ অক্টোবর) রাতে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি জগন্নাথগঞ্জ ঘাট থেকে শুরু হয়ে দৌলতপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুজ্জামান তালুকদার বাবুর বাড়িতে গিয়ে শেষ হয়।

​সমাবেশে ভুক্তভোগী সুলতান আহমেদ, তারা মিয়া, উজ্জ্বল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা অভিযোগ করেন, স্থানীয় আবুল কালাম, মুকুল মিয়া, আনিছ, সুরুজ মিয়া, শাহীন মিয়া, সোহাগ মিয়া সহ আরও অন্তত ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি পরিকল্পিতভাবে দুটি পৃথক হামলা চালিয়েছে। বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

​এছাড়া, বক্তারা অভিযোগ করেন যে অভিযুক্ত আব্দুল খালেক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবুকে হত্যার হুমকি দিয়ে “তার রক্ত দিয়ে গোসল করা হবে” — এমন ভয়াবহ বক্তব্য দিয়েছে। ভুক্তভোগীরা তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন।

​এদিকে, পৃথক দুটি হামলা ও হুমকির ঘটনায় ভুক্তভোগী সুলতান আহমেদ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার আবেদন করেছেন বলে জানা গেছে।

​এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫২   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চাঁপাইনবাবগঞ্জ-৩: জামায়াত প্রার্থী বুলবুলের ১০৩ দফা ইশতেহার ঘোষণা
এমন দেশ গড়ি যেখানে সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে : তারেক রহমান
দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : গোলাম পরওয়ার
নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হবে : জামায়াত আমির
আমাকে দায়িত্ব দিলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে বিএনপির নারী কর্মীরা : রিজভী
স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ছয় জয় বাংলাদেশের নারীদের
শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ