এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫



এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল কিউইরা।

হ্যামিল্টনে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের শত রানে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পেলেও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ইংল্যান্ডের কেউ।

সর্বোচ্চ রান আসে আট নম্বরে নামা জেমি ওভারটনের ব্যাট থেকে। ২৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন এই বোলিং অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে হ্যারি ব্রুকের (৩৪) ব্যাট থেকে। এছাড়াও, জো রুট ২৫ এবং বেথেল করেছেন ১৮ রান। ৩৬ ওভারে ১৭৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

এদিকে প্রায় আড়াই বছর পর নিউজিল্যান্ডের দলে ডাক পাওয়া পেসার ব্লেয়ার টিকনার ছিলেন অসাধারণ। ৮ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নাথান স্মিথ পেয়েছেন দুইটি উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন ডাফি, স্যান্টনার, ফাউলকস এবং ব্রেসওয়েল।

১৭৬ রানের জবাব দিতে নেমে জোফরা আর্চারের পেস আর বাউন্সের কবলে পড়ে কিউই ব্যাটাররা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন উইল ইয়ং। এরপর অবশ্য দলকে সামলে নেন রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। গত ম্যাচে শূন্য রানে ফেরা উইলিয়ামসন ২১ রান করে ওভারটনের বলে বোল্ড হন। তবে অপরপ্রান্তে থাকা রবীন্দ্র অর্ধশতক তুলে নেন।

আর্চারের বলে বিদায় নেয়ার আগে রবীন্দ্র করেন ৫৪ রান। এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে ফর্মে থাকা মিচেল ও স্যান্টনারের ব্যাটে ১০১ বল এবং ৫ উইকেট হাতে রেখেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। মিচেল ৫৬ এবং স্যান্টনার ৩৪ রানে অপরাজিত ছিলেন। ১০ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন জোফরা আর্চার।

আগামী শনিবার (১ নভেম্বর) ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৬   ২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড
সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ
মেসি-রোনালদোসহ যেসব তারকারা পেলেন ফিফপ্রোর বর্ষসেরার মনোনয়ন
ম্যানসিটিকে হারিয়ে এমেরির জাদুতে ইতিহাস গড়ল অ্যাস্টন ভিলা
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হেরেই চলেছে লিভারপুল, টানা তৃতীয় জয় ইউনাইটেডের
১০ জন নিয়েও ইউরো চ্যাম্পিয়নদের হারাল ব্রাজিল
সাফ অ্যাথলেটিকসে প্রথম পদক বাংলাদেশের
মেসির জোড়া গোলে মায়ামির জয়,পেলেন গোল্ডেন বুট
এল ক্লাসিকোর প্রস্তুতি নিচ্ছে বার্সা-রিয়াল, যা জানা দরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ